আড়াইহাজারে দোকানে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় গ্রেপ্তার ১
নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক নারী দোকানের ভেতর সংঘবদ্ধ ধর্ষণের শিকার হবার অভিযোগে মামলা করেছেন। এই মামলায় পুলিশ অভিযুক্ত একজনকে আটক করলেও পলাতক রয়েছে আরও পাঁচ জন।
বৃহস্পতিবার সকালে ৪০ বছরের ওই নারী ছয় জনের নাম উল্লেখ করে আড়াইহাজার থানায় মামলা দায়ের করেন। পরে উপজেলার নৈকাহন আখরপাড়া এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামি আলী আকবরকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলার বরাত দিয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘উপজেলার কায়েমপুর এলাকার ভুক্তভোগী বিধবা নারী বিনাইচর এলাকার একটি স্পিনিং মিলের শ্রমিক। ৭ অক্টোবর সন্ধ্যায় তিনি ওষুধ কিনতে নৈকাহন বাজারে গিয়েছিলেন। এ সময় পূর্ব পরিচিত আলী আকবর তাকে একটি দোকানে নিয়ে ধর্ষণ করে। দোকানের বাইরে বসে থাকা মোস্তফা, আনারুল, লিটন, শাহীন ও তরিকুল পরে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে।’
তিনি বলেন, ‘এ ঘটনায় বৃহস্পতিবার সকালে মামলা হয়েছে। অভিযান চালিয়ে প্রধান আসামি আলী আকবরকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হবে। অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। ডাক্তারি পরীক্ষার জন্য ওই নারীকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’
Comments