ইআরএফ এর নিজস্ব কার্যালয়ের দলিল সম্পাদন

ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) এর নিজস্ব কার্যালয়ের দলিল সম্পাদন করা হয়েছে। আজ বৃহস্পতিবার রাজধানীর পুরানা পল্টনে ইআরএফ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে দলিলে সই করেন সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম দিলাল ও ডেভলপার কোম্পানি আবেদ হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম বরকত উল্লাহ।

ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) এর নিজস্ব কার্যালয়ের দলিল সম্পাদন করা হয়েছে। আজ বৃহস্পতিবার রাজধানীর পুরানা পল্টনে ইআরএফ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে দলিলে সই করেন সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম দিলাল ও ডেভলপার কোম্পানি আবেদ হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম বরকত উল্লাহ।

পুরানা পল্টনের পল্টন টাওয়ারে ইআরএফ এর নিজস্ব কার্যালয় স্থাপনে ২০১৮ সালের ৬ আগস্ট চার কোটি ৩৪ লাখ ৩৯ হাজার টাকা ব্যয়ে চার হাজার ৯৮০ বর্গফুট বাণিজ্যিক স্পেস কেনে।

আজ দলিল সইয়ের সময় সংগঠনের সাবেক সভাপতি শামসুল হক জাহিদ, মনোয়ার হোসেন, জাকারিয়া কাজল, নাজমুল আহসান, মো. খাজা মঈনুদ্দিন, সুলতান মাহমুদ বাদল, সহ-সভাপতি সৈয়দ শাহনেওয়াজ করিম, সাধারণ সম্পাদক এস এম রাশিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক শহিদুজ্জামান, বদিউল আলম ও জিয়াউর রহমানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Comments

The Daily Star  | English

Hasina’s energy adviser Tawfiq-e-Elahi held

Former prime minister Sheikh Hasina’s energy adviser Tawfiq-e-Elahi Chowdhury was arrested from the capital’s Gulshan area last night.

5h ago