বৈধ পারমিটধারীদের জন্য ফ্লাইট নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে ইতালি: পররাষ্ট্রমন্ত্রী

প্রবাসী বাংলাদেশি যাদের ইতালিতে আবাসিক অনুমতিপত্রের মেয়াদ আছে, তাদের জন্য ইতালি ফ্লাইট নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।
তিনি আজ বৃহস্পতিবার দ্য ডেইলি স্টারকে বলেন, 'ইতালি প্রবাসীদের জন্য সুখবর আছে। ইতালিতে যাদের থাকার অনুমতির মেয়াদ আছে, আমাদের অনুরোধে তাদের জন্য ফ্লাইট নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।'
তবে, যাদের অনুমতির মেয়াদ শেষ হয়ে গেছে, তাদের ভিসার জন্য আবেদন করতে হবে বলে জানান তিনি।
তিনি বলেন, 'তাদের আগেকার তথ্য ইতালি পুলিশ যাচাই করার পর ভিসা দেওয়া হবে।'
পররাষ্ট্রমন্ত্রী বলেন, 'ইতালির রাষ্ট্রদূত জানিয়েছেন, পুলিশি পরীক্ষা তারা দ্রুততার সঙ্গে সম্পন্ন করার চেষ্টা করবেন।'
'তবে, এখনই নিয়মিত ভিসা দেবে না ইতালি। এই ফ্লাইট নিষেধাজ্ঞার প্রত্যাহার কেবল বৈধ স্থায়ী পারমিটধারীদের জন্য। যাদের মেয়াদ শেষ হয়ে গেছে, ইতালি কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে তারা যেতে পারবেন,' যোগ করেন তিনি।
আরও পড়ুন-
‘উল্লেখযোগ্য সংখ্যক’ যাত্রীর করোনা শনাক্ত, ইতালিতে বাংলাদেশের ফ্লাইট বন্ধ
৫ অক্টোবর পর্যন্ত ইতালিতে নিষিদ্ধ বাংলাদেশি ফ্লাইট
Comments