চীন থেকে এসে পৌঁছেছে বিমান বাহিনীর ৭ প্রশিক্ষণ উড়োজাহাজ
বাংলাদেশ বিমান বাহিনীর জন্য চীনের তৈরি সাতটি কে-৮ ডব্লিউ প্রশিক্ষণ বিমান দেশে এসে পৌঁছেছে। বাংলাদেশের বৈমানিকরা আজ চীন থেকে বিমানগুলো সরাসরি চট্টগ্রামে বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হকে নিয়ে আসেন।
আইএসপিআর জানায়, বিমানগুলো ঘাঁটিতে অবতরণের পর রীতি অনুযায়ী অভ্যর্থনা জানানো হয়। এসময় বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত এবং বিমান বাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ বিমান বাহিনীতে বিদ্যমান কে-৮ ডব্লিউ প্রশিক্ষণ বিমানের সঙ্গে নতুন এই সাতটি বিমানের অন্তর্ভুক্তি বিমান বাহিনীর প্রশিক্ষণ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি এ বাহিনীর সক্ষমতাকে বহুলাংশে বৃদ্ধি করবে বলে আইএসপিআর এর সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
Comments