যশোরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১
যশোরের ঝিকরগাছা উপজেলায় ২৭ বছর বয়সী এক গৃহবধূ সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় পুলিশ ২৫ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করেছে। আজ শুক্রবার সকালে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেজবাহউদ্দীন আহমেদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘গতকাল রাতে উপজেলার দোস্তপুর গ্রামে এই ঘটনা ঘটে। গৃহবধূর শ্বশুরপক্ষের এক আত্মীয় তাকে মোবাইল ফোনে বাড়ির বাইরে ডেকে নেয়। এরপর পাশের বেগুন খেতে নিয়ে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে। রাতেই পুলিশ প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে। বাকিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে। যশোর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ভিকটিমের মেডিকেল টেস্ট করানো হয়েছে।’
Comments