বিশ্বকাপজয়ী মরগ্যানের কাঁধে কলকাতার নেতৃত্বের ভার

কলকাতার পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ব্যাটিংয়ে মনোযোগী হতে নেতৃত্ব ছেড়েছেন কার্তিক।
karthik and morgan
ছবি: সংগৃহীত

কলকাতা নাইট রাইডার্সের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছেন দীনেশ কার্তিক। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বাকি অংশে দলটিকে নেতৃত্ব দেবেন ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক ওয়েন মরগ্যান।

শুক্রবার বাংলাদেশ সময় রাত আটটায় প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে কলকাতা। তার মাত্র কয়েক ঘণ্টা আগে নতুন অধিনায়কের নাম ঘোষণা করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

আইপিএলের দুইবারের চ্যাম্পিয়ন কলকাতার পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ব্যাটিংয়ে মনোযোগী হতে নেতৃত্ব ছেড়েছেন কার্তিক।

এবারের আসরে এখন পর্যন্ত প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স দেখাতে পারেননি কার্তিক। সাত ম্যাচে ১৫.৪২ গড়ে তার ব্যাট থেকে এসেছে মাত্র ১০৮ রান।

দলটির প্রধান নির্বাহী ভেঙ্কি মাইসোর বলেছেন, ‘দীনেশ কার্তিকের মতো একজন নেতা পেয়ে আমরা খুবই সৌভাগ্যবান, যিনি সব সময় দলের প্রয়োজনকে সামনে রাখেন। তার মতো কারোর পক্ষে এমন একটি সিদ্ধান্ত নেওয়া অনেক সাহসের বিষয়। যদিও তার সিদ্ধান্তে আমরা অবাক, তবে তার চাওয়াকে আমরা সম্মান করি।’

২০১৮ সালের আইপিএলে কলকাতার অধিনায়ক হয়েছিলেন কার্তিক। সেবার নক-আউট পর্বে পৌঁছাতে পেরেছিল দলটি। তবে গত আসরে লিগ পর্ব থেকে ছিটকে যায় তারা।

অধিনায়ক হিসেবে ৩৫ বছর বয়সী কার্তিকের চলতি আইপিএল একেবারে খারাপ কাটেনি। সাত ম্যাচের চারটিতে জিতে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে আছে কলকাতা।

আইপিএলের সবশেষ নিলামে ৫ কোটি ২৫ লাখ রুপিতে মরগ্যানকে দলে ভেড়ায় কলকাতা। এবারের আসরের শুরুতে তাকে বানানো হয়েছিল সহ-অধিনায়ক। আর এখন থেকে তিনি পালন করবেন পূর্ণাঙ্গ দায়িত্ব।

মাইসোর যোগ করেছেন, ‘২০১৯ বিশ্বকাপের শিরোপাজয়ী অধিনায়ক ওয়েন মরগ্যানকে পেয়েও আমরা ভাগ্যবান, যিনি এতদিন সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং নেতৃত্ব দিয়ে দলকে সামনে এগিয়ে নিতে মুখিয়ে আছেন।’

Comments

The Daily Star  | English

Floods cause Tk 14,421 crore damage in eastern Bangladesh: CPD study

The study highlighted that the damage represents 1.81 percent of the national budget for fiscal year (FY) 2024-25

1h ago