‘ফেসবুক গ্রাস করেছে মফস্বলের সিনেমা হল!’

সাতক্ষীরার সঙ্গীতা ‍সিনেমা হল। ছবি: সংগৃহীত

অর্ধেক আসনে দর্শক বসার শর্তে আজ শুক্রবার খুলেছে সিনেমা হল। তবে, সিনেমা হল কর্তৃপক্ষকে অবশ্যই বাধ্যতামূলকভাবে সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। দীর্ঘ ৭ মাস পর সারাদেশে ৬৬টি সিনেমা হল খুলেছে। এরমধ্যে ৪০টি হলে নতুন ও ২৬টি সিনেমাহলে পুরনো ছবি মুক্তি পেয়েছে।

ঢাকার কিছু হল খোলার পাশাপাশি মফস্বলের সিনেমা হলগুলো খুলেছে। মফস্বলের সিনেমা হল নিয়ে দ্য ডেইলি স্টারের এই প্রতিবেদন।

মফস্বল শহরের সবচেয়ে বড় সিনেমা হল যশোরের ‘মণিহার’। দীর্ঘ সাত মাস পর এই হলটি খুলেছে। এই হলে শাকিব খান ও নুসরাত ফারিয়া অভিনীত ‘শাহেনশাহ’ ছবিটি মুক্তি পেয়েছে। মণিহার সিনেমা হলের ব্যবস্থাপক তোফাজ্জল হোসেন দ্য ডেইলি স্টার অনলাইনকে বিষয়টি জানান।

রংপুর শহরের ‘শাপলা’ সিনেমা হলে আজ থেকে চলছে শাকিব খান অভিনীত ‘ভাইজান এলো রে’ নামের পুরনো একটি সিনেমা।

সাতক্ষীরার ‘সঙ্গীতা’ সিনেমা হলের আবুল বাতেন মিয়া দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, ‘নতুন ভালো ছবি মুক্তি পাইনি। তাই শাকিব খানের ‘রাজাবাবু’ ছবি দিয়েই সিনেমাহল খুলতে হলো। আরেকটা কথা বলি, মানুষ এখন যতটা সময় ফেসবুক দেখে, ততটা সময় অন্যকিছুই দেখে না। এই ফেসবুক গ্রাস করেছে মফস্বলের সিনেমা হল।’

উত্তরবঙ্গের জয়পুরহাটের আরেক নামী সিনেমা হল ‘পৃথিবী কমপ্লেক্স’ আজ খুলেছে। সেখানে ‘সাহসী হিরো আলম’ নামের একটি ছবি মুক্তি পেয়েছে।

এ ছাড়া, ময়মনসিংহের ‘পূরবী’ ফরিদপুরের ‘বনলতা’, খুলনার ‘চিত্রালী’, চট্টগ্রামের ‘সিনেপ্যালেস’, পটুয়াখালীর ‘তিতাস’ সিনেমাহলগুলোও আজ খুলেছে।

করোনা মহামারির কারণে মফস্বলের অনেক সিনেমা হল একেবারে বন্ধ হয়ে গেছে। সেসব হলের কর্মচারীরা ইতোমধ্যে অন্যখানে নিয়োজিত হয়ে পেশা বদল করেছেন।

Comments

The Daily Star  | English

Govt calls for patience as it discusses AL ban with parties

Taken the initiative to introduce necessary amendments to the ICT Act, says govt

1h ago