খুলনায় শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১
খুলনা মহানগরীর খানজাহান আলী থানার শিরোমণি উত্তরপাড়ায় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীকে (১০) ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ শুক্রবার ভুক্তভোগীর মা বাদী হয়ে খানজাহান আলী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
সকালে অভিযুক্ত এরশাদ মুন্সিকে (৩২) গ্রেপ্তার করে পুলিশ।
খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রবীর কুমার বিশ্বাস দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘গত ১৩ অক্টোবর শিরোমণি উত্তরপাড়া এলাকায় দুপুরের দিকে চকলেটের লোভ দেখিয়ে অভিযুক্ত এরশাদ ভুক্তভোগীকে পার্শ্ববর্তী ধান খেতে নিয়ে ধর্ষণ করে। এর দুই দিন পর বৃহস্পতিবার শিশুটির শারীরিক অবস্থার অবনতি হয়। পরে সে তার মায়ের কাছে ধর্ষণের ঘটনা জানায়।’
ওসি আরও বলেন, ‘আজ শুক্রবার ওই শিশুর মা বাদী হয়ে খানজাহান আলী থানায় মামলা করেন। পুলিশ অভিযুক্ত এরশাদ মুন্সিকে গ্রেপ্তার করেছে।’
ভুক্তভোগী শিশুটি এখন খুলনা মেডিকেল কলেজে চিকিৎসাধীন আছে বলে জানান ওসি প্রবীর কুমার বিশ্বাস।
Comments