যশোরে ট্রেনের ধাক্কায় প্রাইভেটকার চূর্ণবিচূর্ণ, নারী ও শিশুসহ নিহত ৪

যশোরের অভয়নগর উপজেলায় ট্রেনের ধাক্কায় প্রাইভটকারের চার আরোহী নিহত হয়েছেন। আজ শুক্রবার বিকালে উপজেলার নওয়াপাড়া ভাঙ্গাগেট রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
Jessore car-1.jpg
ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারটি প্রায় ১৫০ মিটার দূরে ছিটকে গিয়ে চূর্ণবিচূর্ণ হয়ে যায়। ছবি: সংগৃহীত

যশোরের অভয়নগর উপজেলায় ট্রেনের ধাক্কায় প্রাইভটকারের চার আরোহী নিহত হয়েছেন। আজ শুক্রবার বিকালে উপজেলার নওয়াপাড়া ভাঙ্গাগেট রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে রয়েছেন দুই জন পুরুষ, একজন নারী ও এক শিশু।

নওয়াপাড়া রেলস্টেশন সূত্র জানায়, চাঁপাইনবাবগঞ্জ থেকে খুলনাগামী মহানন্দা মেইল ট্রেনটি আজ বিকালে উপজেলার ভাঙ্গাগেট রেলক্রসিংয়ে পৌঁছায়। ভৈরব সেতু পার হয়ে প্রাইভেটকারটি ভাঙ্গাগেট রেলক্রসিং দিয়ে যশোর-খুলনা মহাসড়কে ওঠার জন্য যাচ্ছিল।

বিকাল পৌনে ৫টার দিকে প্রাইভেটকারটি রেললাইনের ওপর উঠে গেলে দ্রুতগতির ট্রেন সেটিকে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি প্রায় ১৫০ মিটার দূরে ছিটকে গিয়ে চূর্ণবিচূর্ণ হয়ে যায়। এসময় ঘটনাস্থলেই দুই জন মারা যান।

খবর পেয়ে নওয়াপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা আহত ব্যক্তিদের উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় রাইসা নামের পাঁচ বছরের এক শিশু মারা যায়।

অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ইফফাত শারমীন জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই শিশুটি মারা গেছে। গুরুতর আহত অপর এক পুরুষ (৩৭), এক নারী (৪২) ও এক বছর বয়সী অপর এক শিশুকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

খুলনায় নেওয়ার পথে আহত পুরুষ (৩৭) ব্যক্তিও মারা যান বলে সূত্র জানায়।

নওয়াপাড়া রেলওয়ে স্টেশন মাস্টার মহসিন রেজা জানান, ট্রেনটি যাওয়ার সময় ভাঙ্গাগেট রেলক্রসিংয়ে কোনো গেট-ম্যান ছিল না। বর্তমানে সেখানে ট্রেন চলাচল স্বাভাবিক আছে।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, নিহতদের নাম পরিচয় জানা যায়নি। পরিচয় জানার চেষ্টা চলছে।

Comments

The Daily Star  | English
‘No rule of game’ in collecting remittance

Remittance inflow climbs 21% in November

Migrant workers sent home $1.93 billion in November this year, which was $1.59 billion in the same month last year.

23m ago