নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, সিরাজগঞ্জে ৩ জেলেকে কারাদণ্ড
সিরাজগঞ্জের চৌহালি উপজেলায় যমুনা নদীতে ইলিশ মাছ ধরার অভিযোগে তিন জেলেকে আটক করে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরায় আজ শুক্রবার এ অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। নিষেধাজ্ঞার পুরো সময় এ অভিযান অব্যাহত থাকবে।
চৌহালি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যজিস্ট্রেট আফসানা ইয়াসমিন দ্য ডেইলি স্টারকে জানান, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে জেলেরা ইলিশ মাছ ধরছে এমন খবরের ভিত্তিতে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত শুক্রবার সকালে যমুনা নদীর ধুবুলিয়া এলাকায় অভিযান চালায়। অভিযানে তিন জনকে আটক করা হয়। তাদের প্রত্যেককে এক বছরের কারাদণ্ড দিয়ে জেল হাজতে পাঠানো হয়। এ সময় তাদের কাছ থেকে ৩ হাজার মিটার ইলিশ মাছ ধরার কারেন্ট জাল জব্দ করা হয়।
ইলিশ মাছের উৎপাদন বৃদ্ধিতে সরকার প্রতিবছরের মতো এবছরও ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর এই ২২ দিনের ইলিশ ধরায় নিষেধাজ্ঞা দিয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেওয়া হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।
Comments