পাংশায় শিক্ষকতা করছেন মামুনুর রশীদ!

আরণ্যক নাট্যদলের প্রধান পুরুষ, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা, সফল নাট্যকার মামুনুর রশীদ অভিনয় করছেন নতুন একটি সিনেমায়। সিনেমার নাম পাতালঘর। এই সিনেমায় তিনি একজন শিক্ষকের চরিত্রে অভিনয় করছেন।
mamunur rashid
নাট্যকার-অভিনেতা মামুনুর রশীদ। ছবি: শেখ মেহেদী মোরশেদ

আরণ্যক নাট্যদলের প্রধান পুরুষ, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা, সফল নাট্যকার মামুনুর রশীদ অভিনয় করছেন নতুন একটি সিনেমায়। সিনেমার নাম পাতালঘর। এই সিনেমায় তিনি একজন শিক্ষকের চরিত্রে অভিনয় করছেন।

রাজবাড়ি জেলার পাংশায় শুটিং করছেন মামুনুর রশীদ। পাংশার একটি স্কুলে শুটিং চলছে। ওই স্কুলের শিক্ষকের চরিত্রে কয়েকদিন ধরে টানা অভিনয় করছেন তিনি।

মামুনুর রশীদ দ্য ডেইলি স্টারকে বলেন, ‘নতুন ভাবনা, নতুন গল্প নিয়ে কাজ করছি। ভালো চরিত্র মানেই তো একজন শিল্পীর ক্ষুধা মেটানো। সেটুকু পাচ্ছি বলেই কাজটি করছি।’

‘এলাকার লোকজন আমাকে পাংশার শিক্ষক বলে অভিহিত করছেন। ভালো লাগছে বিষয়টি’, বলেন তিনি।

পাতালঘর সিনেমাটি পরিচালনা করছেন মিঠু।

পাতালঘর ছাড়াও মামুনুর রশীদ নতুন আরও একটি সিনেমা করেছেন। গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত সিনেমাটির নাম পাপপূণ্য। পাপপূণ্য মুক্তির তালিকায় রয়েছে।

এ ছাড়াও, নিজের দল আরণ্যকের জন্য নতুন নাটক লিখছেন গুণী এই অভিনেতা। সেই সঙ্গে আরণ্যকের নতুন নাটক ‘কহে ফেসবুক’র শো নিয়েও কিছু পরিকল্পনা করছেন।

মামুনুর রশীদ বলেন, ‘মঞ্চই আমার আসল ঠিকানা। মঞ্চে কাজ না করলে থাকতে পারব না। শিল্পকলা খুলছে, কাজেই সামনে শো করতে হবে।’

Comments