তথ্যমন্ত্রী করোনায় আক্রান্ত
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। বর্তমানে তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন।
বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন তথ্যমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) মুহাম্মদ মকবুল হোসেন। তিনি জানান, শারীরিকভাবে খারাপ বোধ করায় গতকাল সন্ধ্যায় তথ্যমন্ত্রী হাসপাতালে যান। সেখানেই তার করোনা পরীক্ষা করানো হয় এবং রাতে পাওয়া ফলে করোনা পজিটিভ আসে।
‘করোনার সাধারণ উপসর্গগুলোই তথ্যমন্ত্রীর মধ্যে আছে। গতকাল রাতে শরীর একটু খারাপ ছিল। অক্সিজেন লেভেলও কমে গিয়েছিল। তবে, এখন তিনি ভালো আছেন’, বলেন এপিএস মুহাম্মদ মকবুল হোসেন।
Comments