ঢাকা-৫ উপনির্বাচন: কমসংখ্যক ভোটার, বহুসংখ্যক সরকার দলীয় কর্মী-সমর্থক

Dhaka-5-1.jpg
আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকেরা ভোটকেন্দ্রের বাইরের রাস্তায় সমাগম করেছেন। ছবি: স্টার

ঢাকা-৫ আসনের উপনির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ শনিবার সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়।

ভোটকেন্দ্রের বাইরে সরকার দলীয় প্রার্থীর সমর্থকদের উপচে পড়া ভিড়, চলছে হাতে হাত কাঁধে কাঁধ রেখে শোডাউন। কিন্তু ভোটার সংখ্যা নগণ্য।

ধলপুর কমিউনিটি সেন্টার কেন্দ্রে ৮টি বুথ তৈরি আছে ৩ হাজার ২৯৪ জন ভোটারের কথা ভেবে। প্রথম দেড় ঘণ্টায় এক একটি বুথে ভোট পড়েছে ৪-৫টি করে।

আধা কিলোমিটার দূরে যাত্রাবাড়ী আইডিয়াল উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্র। এখানে আওয়ামী লীগ প্রার্থী কাজী মনোয়ারুল ইসলাম মনুর সমর্থকেরা বিদ্যালয়ের বাইরের রাস্তায় সমাগম করেছেন।

এখানে নারী কেন্দ্রে ভোটার সংখ্যা ১ হাজার ৮৭৭ জন।

প্রিসাইডিং কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ পারভেজ জানান, ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল ৯টায়।

তিনি বলেন, ‘গত দুই ঘণ্টায় ৪-৫টি ভোট পড়েছে। বেশীরভাগ নারী ভোটার এসেছেন, যারা এই কেন্দ্রের ভোটার নয়।’

Comments

The Daily Star  | English

Awami League should be punished as a party: Fakhrul

He made the remarks after visiting a BNP man undergoing treatment at National Institute of Neurosciences and Hospital

9m ago