৪ ঘণ্টায় ভোট পড়েছে ২৩টি
রাজধানীর যাত্রাবাড়ীর দনিয়া এলাকার বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় নারী কেন্দ্রের একটি বুথে ভোটার সংখ্যা ৪০০ জন। কিন্তু দুপুরে ১টা ১০ মিনিটে ওই বুথে গিয়ে দেখা যায়, সেখানে একটি ভোটও পড়েনি।
কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মোহাম্মদ ঈসা মিয়া দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আমার কেন্দ্রে মোট নারী ভোটার ২ হাজার ৪০৫ জন। কিন্তু দুপুর ১টা পর্যন্ত কেন্দ্রের ছয়টি বুথে ভোট পড়েছে মাত্র ২৩টি।’
ঢাকা-৫ আসনের উপনির্বাচনে আজ শনিবার সকাল ৯টা থেকে ১৮৭টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে। এই আসনের ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন সালাউদ্দিন আহমেদ। নৌকার প্রার্থী কাজী মনিরুল ইসলাম।
Comments