‘আড়াই মন স্বপ্ন’ করে মনে হলো এখনো বেঁচে আছি: মৌটুসী বিশ্বাস
ছোট পর্দার দর্শক প্রিয় অভিনেত্রী মৌটুসী বিশ্বাস। সবসময় তাকে ব্যতিক্রম চরিত্রে অভিনয় করতে দেখা যায়।
আজ শনিবার অনলাইন প্ল্যাটফর্ম বিঞ্জ এ প্রকাশ পাবে ‘আড়াই মন স্বপ্ন’ নামের একটি শর্টফিল্ম। আবু শাহেদ ইমন পরিচালিত এই শর্টফিল্মে অভিনয় করেছেন মৌটুসী।
চলমান করোনা সময়ের গল্প নিয়ে তৈরি এই শর্টফিল্মে দেখানো হবে একটি নিম্নবিত্ত পরিবারের সংগ্রাম। মৌটুসীর বিপরীতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু। এছাড়াও এতে অভিনয় করেছেন রওনক হাসান, দীপক সুমন প্রমুখ।
এই শর্টফিল্ম নিয়ে মৌটুসী বিশ্বাস দ্য ডেইলি স্টারকে বলেন, ‘অনেক দিন পর একটা কাজ করে মনে হলো অভিনয় শিল্পী হিসেবে এখনো বেঁচে আছি। ফজলুর রহমান বাবু ভাই দুর্দান্ত অভিনয় করেছেন। নতুন করে আবার তার ভক্ত হয়ে গেছি। আবু সাহেদ ইমন ভালো বানিয়েছেন। নির্মাণ ভালো না হলে শিল্পীর চেষ্টা বিফলে যায়।’
Comments