সাভারে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২
সাভারের বিরুলিয়ায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রাতে বিরুলিয়ার সামাইর গ্রামে এ ঘটনা ঘটে।
আজ শনিবার সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ‘গতকাল রাতে ৩০ বছর বয়সী এক গৃহবধূকে ধর্ষনের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার দুজন হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার রাজু আলী (৩৫) ও একই এলাকার রিয়াজ আলী (২০)।
এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।
মামলার বরাত দিয়ে সাইফুল ইসলাম বলেন, ‘ভুক্তভোগী ওই গৃহবধূর বাড়ি জামালপুরে। তিনি স্বামীর ঢাকাতে ভাড়াবাড়িতে থেকে বাসাবাড়িতে গৃহকর্মীর কাজ করতেন। বাসাবাড়িতে কাজ করার সুবাদে ভুক্তভোগী গৃহবধূর সঙ্গে রাজু আলীর পরিচয় হয়। একপর্যায়ে গতকাল সকালে ওই গৃহবধূকে মোবাইল ফোনে সাভারের বিরুলিয়া ইউনিয়নের সামাইর গ্রামে নিজ ভাড়া বাসায় ডেকে আনেন রাজু আলী। এ সময় তার সঙ্গে থাকা রিয়াজ আলী প্রথমে ওই গৃহবধূকে কুপ্রস্তাব দেন। এতে রাজি না হলে তারা ওই গৃহবধূকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করেন। এ ছাড়া ধর্ষণে বাধা দিতে চাইলে ভুক্তভোগী ওই নারীকে ব্লেড দিয়ে ছুরিকাঘাত করে হত্যার চেষ্টা চালায়।’
তিনি বলেন, ‘এ সময় ওই গৃহবধূর চিৎকারে স্থানীয়রা এসে দুজনকে আটক করে এবং সাভার মডেল থানায় হস্তান্তর করেন। গ্রেপ্তার দুনকেই সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।’
Comments