চুয়াডাঙ্গায় বিএসএফ’র গুলিতে বাংলাদেশি নিহত
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে উমেদুল হোসেন (৩২) নামে একজন নিহত হয়েছেন। আজ রোববার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের ঠাকুরপুর সীমান্তে জিরো পয়েন্টের ৮৯নং পিলারের কাছে এই ঘটনা ঘটে।
চুয়াডাঙ্গা বিজিবি ৬ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল খালেকুজ্জামান দ্য ডেইলি স্টারকে বলেন, বিএসএফ’র গুলিতে ঘটনাস্থলেই উমেদুল নিহত হন। তিনি ঠাকুরপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে। ভারত থেকে অবৈধভাবে গরু আনতে গিয়েছিলেন তিনি। তার সঙ্গে আরও চার-পাঁচ জন ছিলেন। তারা ৮৯নং পিলারের কাছাকাছি ভারতীয় গরু বিক্রেতাদের জন্য অপেক্ষা করছিলেন। সে সময় ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার হুদাপাড়া ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া দেয়। এক পর্যায়ে গুলি চালালে উমেদুল নিহত হন। বিএসএফ তার মরদেহ ক্যাম্পে নিয়ে গেছে। মরদেহ ফেরত দিতে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে।
Comments