হাজারীবাগে গৃহবধূর মরদেহ উদ্ধার

রাজধানীর হাজারীবাগ বউ বাজার এলাকার একটি বাসা থেকে সীমা খাতুন (৩০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার হাজারীবাগ থানার উপপরিদশর্ক (এসআই) মো. সাইফুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, গতকাল রাত সাড়ে ৯টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে তিনি বলেন, ১৫ দিন আগে বউ বাজার রানা বেকারির গলির দ্বিতীয় তলার একটি বাসায় ভাড়া আসেন তারা। সীমার স্বামী বাশিউর রহমান পেশায় রিকশা চালক। সীমা মাগুরার মোহাম্মাদপুর উপজেলার চরসোলামতপুর গ্রামের মো. গাফফার হোসেনের মেয়ে।
ঘটনার পরে সীমার স্বামী, এক ছেলে ও দুই মেয়েকে বাসায় পাওয়া যায়নি। ঘরে কোনো আসবাবপত্র ছিল না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। হত্যার আগে তাকে নির্যাতন করা হয়েছে। ময়নাতদন্তের পরে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে— বলেন সাইফুল ইসলাম।
Comments