ফুলগাজীতে ১০ বছরের শিশু ধর্ষণের অভিযোগ চাচা গ্রেপ্তার
ফেনীর ফুলগাজীতে ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে তার বড় চাচাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ ঘটনায় ওই শিশুর ফুফু বাদী হয়ে আজ রোববার বিকেলে অভিযুক্ত চাচার বিরুদ্ধে ফুলগাজী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কুতুব উদ্দিন দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ওসি জানান, ভুক্তভোগী শিশুকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ফেনী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আগামীকাল ফেনীর বিচারিক হাকিম আদালতে ১০ ধারায় ওই শিশুর জবানবন্দি গ্রহণের কথা আছে।
তিনি বলেন, ‘আজ বিকেলে ধর্ষণের মামলা দায়েরের পর ভুক্তভোগীর বড় চাচাকে গ্রেপ্তার করা হয়েছে।’
পুলিশ জানায়, ওই শিশুর মা-বাবা নেই। গত কয়েক বছর থেকে বড় চাচার কাছে প্রতিপালিত হচ্ছিল। গত ১২ অক্টোবর দুপুরে অভিযুক্ত চাচা শিশুটিকে কাছে ডেকে নিয়ে ধর্ষণ করে।
এক সপ্তাহ আগেও চট্টগ্রামে এক বাসায় কাজের মেয়ে হিসেবে দেওয়ার কথা বলে বাড়ী থেকে নিয়ে সেখানেও একাধিকবার ধর্ষণ করে বলে পুলিশ জানায়।
Comments