শুটিংয়ে হঠাৎ অসুস্থ পূর্ণিমা

বিরতির পর ‘গাঙচিল’ সিনেমার শুটিং শুরু করেছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী চিত্র নায়িকা পূর্ণিমা। কিন্তু, শুটিং শেষ হওয়ার আগেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর শুটিং বন্ধ করে দেওয়া হয়। পূর্ণিমা চলে যান বাসায়।
পূর্ণিমা। ছবি: শেখ মেহেদি মোর্শেদ

বিরতির পর ‘গাঙচিল’ সিনেমার শুটিং শুরু করেছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী চিত্র নায়িকা পূর্ণিমা। কিন্তু, শুটিং শেষ হওয়ার আগেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর শুটিং বন্ধ করে দেওয়া হয়। পূর্ণিমা চলে যান বাসায়।

সিনেমাটিতে জনপ্রিয় এই নায়িকার বিপরীতে অভিনয় করছিলেন নায়ক ফেরদৌস।

ঘটনাটি গতকালের। লম্বা বিরতি শেষে নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত ‘গাঙচিল’ সিনেমার শুটিং শুরু হয় বিএফডিসিতে (বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থা)। সকাল থেকে বেশ ফুরফুরে মেজাজে শুটিং করেন পূর্ণিমা। বিকেলটাও ভালোই কাটে। সন্ধ্যার পর পরই তিনি অসুস্থ বোধ করেন।

বিষয়টি পরিচালকে জানানোর পর সব ভেবে শুটিং বন্ধ করে দেন পরিচালক। তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘অসুস্থতার ওপর কারো হাত নেই। অনেকদিন পর গাঙচিল সিনেমার শুটিং শুরু করেছিলাম। ভেবেছলাম এই লটে শেষ হবে। কিন্তু হলো না।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের উপন্যাস অবলম্বনে ‘গাঙচিল’ সিনেমাটি নির্মিত হচ্ছে। এ সিনেমায় এনজিওকর্মীর চরিত্রে অভিনয় করছেন পূর্ণিমা।

এর আগে গাঙচিল সিনেমার শুটিং করতে গিয়ে পূর্ণিমা ও ফেরদৌস— দুই জনেই নোয়াখালীতে মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়েছিলেন।

পূর্ণিমা মুঠোফোনে দ্য ডেইলি স্টারকে জানান, বর্তমানে তিনি বিশ্রামে আছেন।

জানা গেছে, চলতি মাসের শুরুর দিকে জ্বর ও কাশি হয়েছিল পূর্ণিমার। এরপর করোনা পরীক্ষা করালে ফলাফল পজিটিভ এসেছিল। পরে তিনি নিজ বাসাতেই আইসোলেশনে ছিলেন।

চিকিৎসকের সঙ্গে কথা বলে বাসায় থেকেই চিকিৎসা চলছিল তার। শেষে আবারও করোনা টেস্ট করানো হলে ফলাফল নেগেটিভ আসে। নেগেটিভ আসার কয়েকদিন পর তিনি গাঙচিল সিনেমার শুটিংয়ে অংশ নেন।

শনিবার দিনভর বিএফডিসিতে শুটিং শেষে রোববারও শুটিং করতে আসেন। আর ওই দিনই তিনি আবারও অসুস্থ হয়ে  পড়লে শুটিং বন্ধ করে দেওয়া হয়।

Comments

The Daily Star  | English
Dhaka Metro rail transported 3.35 lakh commuters since opening

Metro rail: Dhaka University and Bijoy Sarani stations to open Dec 13

The Dhaka University and Bijoy Sarani stations of the metro rail service will open for public on December 13

30m ago