মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়নে ধীরগতি

চলতি বছর জানুয়ারি থেকে সেপ্টেম্বরের মধ্যে মন্ত্রিসভায় গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৬৮ দশমিক ৬৪ শতাংশ। গত বছর একই সময়ে এই হার ছিল ৭৫ দশমিক ৭৮ শতাংশ।

চলতি বছর জানুয়ারি থেকে সেপ্টেম্বরের মধ্যে মন্ত্রিসভায় গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৬৮ দশমিক ৬৪ শতাংশ। গত বছর একই সময়ে এই হার ছিল ৭৫ দশমিক ৭৮ শতাংশ।

আজ সোমবার মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানোর পাশাপাশি বলা হয়, করোনাভাইরাসের প্রাদুর্ভাবে মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি পূর্ববর্তী বছরের একই সময়ের তুলনায় কিছুটা ধীর হলেও আশাব্যঞ্জক।

এতে বলা হয়, ২০১৯ সালে মোট ২৫টি এবং ২০২০ সালে সেপ্টেম্বর পর্যন্ত ২৩টি বৈঠক হয়েছে।

এসব বৈঠক থেকে ২০১৯ সালে ২৫৮টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার মধ্যে ৯২ দশমিক ২৫ শতাংশ বাস্তবায়িত হয়েছে এবং সাত দশমিক ৭৫ শতাংশ বাস্তবায়নাধীন রয়েছে।

২০২০ সালে জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ১৬৯টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার মধ্যে ৬৮ দশমিক ৬৪ শতাংশ বাস্তবায়ন হয়েছে এবং ৩১ দশমিক ৩৬ শতাংশ বাস্তবায়নাধীন।

এছাড়াও বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকে ২০২০ সালের সেপ্টেম্বর পর্যন্ত ৩৭ আইন জারি হয়েছে এবং ৩৩টি আইন প্রক্রিয়াধীন রয়েছে বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

Comments

The Daily Star  | English

Banks mostly gave loans to their owners rather than creditworthy borrowers

Bangladesh’s banking sector was not well-managed in recent years. Banks mostly gave loans to their owners, rather than to creditworthy entities. Consequently, several banks are now in difficulty.

10h ago