বেগমগঞ্জে পুলিশের অভিযানে ৪ বাহিনীর ৭ সদস্য গ্রেপ্তার
নোয়াখালী ডিবি পুলিশ ও বেগমগঞ্জ মডেল থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে চার সন্ত্রাসী বাহিনীর সাত সদস্যকে গ্রেপ্তার করেছে। রোববার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত উপজেলার একলাশপুর ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
আজ সোমবার বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান সিকদার এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘গ্রেপ্তারকৃতদের মধ্যে নাসরোল্লাহ নেহালের বিরুদ্ধে বিভিন্ন ঘটনায় থানায় তিনটি মামলা আছে। তাদের জিজ্ঞাসাবাদের পর বিচারিক আদালতের মাধ্যমে আজ দুপুরে কারাগারে পাঠানো হয়েছে।’
গ্রেপ্তারকৃতদের মধ্যে সম্রাট বাহিনীর একজন, সুমন বাহিনীর দুজন, হৃদয় বাহিনীর দুজন ও তুফান বাহিনীর দুজন আছে। এদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা ও অভিযোগ আছে বলে জানান ওসি।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে- সন্ত্রাসী সম্রাট বাহিনীর অন্যতম সদস্য নাসরোল্লাহ নেহাল (৩৩), সুমন বাহিনীর সদস্য মোরশেদ আলম বাবু (১৮), মো. জহির (১৭), কিশোর গ্যাং হৃদয় গ্রুপের সদস্য ইমাম উদ্দিন সাব্বির (১৯), তানজিদ মেহেরাজ (১৮), দাইমুল ইসলাম পাভেল (১৯) ও কিশোর গ্যাং তুফান গ্রুপের সদস্য জাবেদ (১৮)।
নোয়াখালী জেলা পুলিশ সুপার মো. আলমগীর হোসেন বলেন, ‘সন্ত্রাসী ও কিশোর গ্যাংসহ সকল অপরাধীদের বিরুদ্ধে জেলার প্রতিটি থানায় অভিযান শুরু হয়েছে। অপরাধী যেই হোক না কেন তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।’
Comments