সাংবাদিক কাজলকে জামিন কেন নয়: হাইকোর্টের রুল
ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় সাংবাদিক শফিকুল ইসলাম কাজলকে কেন জামিন দেওয়া হবে না, দুই সপ্তাহের মধ্যে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এর ব্যাখ্যা চেয়ে হাইকোর্ট রুল জারি করেছেন।
এ মামলায় জামিন চেয়ে কাজলের করা আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ রুলসহ আদেশ জারি করেন।
আদেশে মামলার তদন্তকারী কর্মকর্তাকে ১২ নভেম্বর মামলার কাগজপত্র নিয়ে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে।
আজ জামিন আবেদনের শুনানি চলাকালে আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া, ফুয়াদ হাসান ও রিপন কুমার বড়ুয়া কাজলের পক্ষে উপস্থিত ছিলেন। ডেপুটি অ্যাটর্নি জেনারেল সরোয়ার হোসেন বাপ্পি রাষ্ট্রের পক্ষে শুনানিতে অংশ নেন।
রিপন কুমার দ্য ডেইলি স্টারকে বলেন, কাজল তিনটি মামলায় অভিযুক্ত। কোনোটিতেই তার জামিন হয়নি। কাজল অসুস্থ থাকায় তার জামিন চাওয়া হয়েছে। তাছাড়া, আইনের যে ধারায় তাকে অভিযুক্ত করা হয়েছে করা হয়েছে, তা তার জন্য প্রযোজ্য নয়। কারণ, তিনি কারও সম্মানহানি করেননি।
গত ৯ মার্চ মাগুরা-২ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর রাজধানীর শের-ই-বাংলা নগর থানায় কাজলের বিরুদ্ধে মামলাটি করেছিলেন।
Comments