একরাশ সবুজের কোলাহলে পরীমনি
চিত্রনায়িকা পরীমনি প্রতিবছর তার জন্মদিনে একেক রংয়ের ওপর থিম করে আয়োজন করেন। এবার তার রংয়ের থিম আয়োজন হচ্ছে সবুজ। প্রকৃতিকে ভালোবেসে সবুজ রংকেই বেছে নিয়েছেন এই চিত্রনায়িকা।
আগামী ২৪ অক্টোবর সুবিধাবঞ্চিত পথশিশুদের সঙ্গে জন্মদিনটা শুরু করবেন। তাদের মাঝে উপহার ও খাবার বিতরণ করবেন। সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচতারা হোটেলে কেক কাটার আয়োজন থাকছে।
পরীমনি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘করোনা মহামারির জন্য অনেকদিন ঘরবন্দি হয়ে আছি। যদিও এরমধ্যে কিছু শুটিংয়ে অংশ নিয়েছি। এবার জন্মদিনের আয়োজন করার ইচ্ছা ছিল না। সবমিলিয়ে দেখে স্বাস্থ্যবিধি মেনে শুভাকাঙ্ক্ষীদের নিয়ে জন্মদিনটি উদযাপন করার সিদ্ধান্ত নিয়েছি। প্রকৃতিকে ভালোবেসে সবুজ এবার আমার থিম।’
পরীমনি শুটিং শেষ করেছেন ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমার। এই ছবিতে তার বিপরীতে আছেন সিয়াম। আগামী কয়েক মাসের মধ্য শুরু করবেন ‘মুখোশ’ নামের একটি সিনেমার শুটিং। আর মুক্তির অপেক্ষায় রয়েছে ‘বিশ্বসুন্দরী’।
Comments