ধোনিদের উড়িয়ে ধোনির জার্সি পেলেন বাটলার

jos buttler

মহেন্দ্র সিং ধোনিকে আদর্শ মেনেই ক্যারিয়ার গড়েছিলেন জস বাটলার। নিজের সেই নায়কের দলের বিপক্ষেই এই ইংলিশ ব্যাটসম্যান খেলেছেন ম্যাচ জেতানো ইনিংস। তারপর ম্যাচ শেষে উপহার হিসেবে ধোনির জার্সি পেয়েছেন তিনি।

সোমবার রাতে আইপিএলে ধোনির ২০০তম ম্যাচটা চেন্নাই সুপার কিংস উদযাপন করতে পারেনি। মন্থর উইকেটে আগে ব্যাট করে মাত্র ১২৫ রান করেছিল তারা।

জবাব দিতে নেমে ২৮ রানে ৩ উইকেট খুইয়ে বিপদে পড়া দলকে ভরসা যোগান পাঁচে নামা বাটলার। অধিনায়ক স্টিভেন স্মিথকে নিয়ে ৯৮ রানের দারুণ জুটিতে ম্যাচ শেষ করে দেন তিনি। মন্থর উইকেটের ভাষা পড়েও ডানহাতি এই কিপার ব্যাটসম্যান খেলেছেন ৪৮ বলে ৭০ রানের বিস্ফোরক ইনিংস। মেরেছেন ৭ চার আর ২ ছক্কা।

MS Dhoni & Jos Butler

ম্যাচ শেষেই ধোনির সঙ্গে লম্বা সময় ধরে কথা বলতে দেখা যায় তাকে। পরে ধোনি তাকে নিজের জার্সি উপহার দিয়েছেন।

অধিনায়ক স্মিথ জানালেন, বাটলারের দিনে তাকে কেবল সঙ্গ দেওয়াই ছিল তার কাজ, ‘আমি জানি যদি জসের সঙ্গে ব্যাট করি, জস দ্রুত রান করবে। সে গ্যাপের মধ্যে জোরে মারে। আজ দারুণ কিছু শট খেলেছে। কাজেই আমার জন্য ছিল প্রান্ত বদল করা, যত বেশি সম্ভব তাকে খেলতে দেওয়া। আমরা ১২০ রানের মতো তাড়া করতে গিয়েছিলাম। কাজেই বড় কোন ঝুঁকি নেওয়ার দরকার ছিল না। কেবল জুটি গড়লেই কাজটা সহজ হয়ে যেত। কিছুটা আগেই খেলা বের করে আনতে পারায় স্বস্তি পাচ্ছি। দুই পয়েন্ট পেয়ে খুশি।’

Comments

The Daily Star  | English
Nat’l election likely between January 6, 9

EC suspends registration of AL

The decision was taken at a meeting held at the EC secretariat

10h ago