বাঁকখালীতে নৌকা ডুবে নিখোঁজ আরও ১ জনের মরদেহ উদ্ধার
কক্সবাজারে বাঁকখালী নদীতে নৌকা ডুবে নিখোঁজ মোহাম্মদ বেলাল (২৩) নামে আরও এক জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৬টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল মরদেহটি উদ্ধার করে।
বেলাল কক্সবাজার শহরের বিমান বন্দর সড়কের নতুন বাহারছড়া এলাকার বাসিন্দা। গতকাল মোহাম্মদ ইউনুস (২৮) নামে আরও এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তার বাড়িও বাহারছড়া এলাকায়।
কক্সবাজার ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা জাকির হোসাইন দ্য ডেইলি স্টারকে বলেন, মরদেহ দুটি আইনগত প্রক্রিয়ায় কক্সবাজার পৌরসভার মেয়রের উপস্থিতিতে স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। গত রোববার রাত সাড়ে ১১টার দিকে তিন বন্ধু মো. ইউনুস, মোহাম্মদ বেলাল ও আব্দুস শুক্কুর নৌকা নিয়ে বাঁকখালী নদীতে মাছ ধরতে গিয়েছিলেন। সামান্য দূরে যেতেই প্রবল স্রোতে নৌকাটি ডুবে যায়। আব্দুস শুক্কুর সাঁতরে তীরে উঠতে পারলেও বেলাল ও ইউনুস ডুবে যান।
Comments