রায়হান হত্যা: গ্রেপ্তার পুলিশ কনস্টেবল ৫ দিনের রিমান্ডে

রায়হান আহমেদ। ছবি: সংগৃহীত

সিলেট নগরীর বন্দরবাজার ফাঁড়িতে নির্যাতনে এক ব্যক্তিকে হত্যার অভিযোগে দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার কনস্টেবল টিটু চন্দ্র দাশের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে সিলেট মহানগর অতিরিক্ত মুখ্য হাকিম জিয়াদুর রহমান এই আদেশ দেন।

মামলাটির তদন্তকারী কর্মকর্তা ও পিবিআই পরিদর্শক মহিদুল ইসলাম দুপুর আড়াইটার দিকে আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। এর আগে নগরীর পুলিশ লাইন্স কোয়ার্টারগার্ড থেকে তাকে গ্রেপ্তার করে পিবিআই।

গতকাল বিকালে সিলেটের অতিরিক্ত মুখ্য মহানগর আদালতে বিচারক মো. জিয়াদুর রহমানের আদালতে ওই ফাঁড়িতে কর্মরত কনস্টেবল দেলোয়ার, সাইদুর ও শামীম ১৬৪ ধারায় প্রত্যক্ষদর্শী হিসেবে সাক্ষ্য দেন।

গত ১১ অক্টোবর ভোরে নগরীর বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনের শিকার হন রায়হান আহমদ (৩৪)। রোববার সকালে সিলেট ওসমানী হাসপাতালে তার মৃত্যু হয়। ওই ঘটনায় ১২ অক্টোবর রাতে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে নির্যাতন ও হেফাজতে মৃত্যু আইনে সিলেট কোতোয়ালি থানায় মামলা করেন রায়হানের স্ত্রী তাহমিনা আক্তার তান্নি।

পুলিশের পক্ষ থেকে গঠিত তদন্ত কমিটি রায়হানকে ফাঁড়িতে এনে নির্যাতনের প্রাথমিক প্রমাণ পায় কমিটি। কমিটির সুপারিশে বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন ভূইয়া, কনস্টেবল হারুনুর রশিদ, তৌহিদ মিয়া ও টিটু চন্দ্র দাশকে সাময়িক বরখাস্ত এবং এএসআই আশেক এলাহী, এএসআই কুতুব আলী ও কনস্টেবল সজিব হোসেনকে প্রত্যাহার করা হয়।

আরও পড়ুন:

রায়হান হত্যায় পুলিশ কনস্টেবল গ্রেপ্তার

Comments

The Daily Star  | English

Israel stands down alert after Iran missile launch

Israel hits nuclear sites, Iran strikes hospital as conflict escalates

22h ago