যশোরে ভোটকেন্দ্রে আ. লীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫
যশোর সদর উপজেলা উপনির্বাচনে আজ মঙ্গলবার দুপুরে কাশিমপুর ইউনিয়নের মীরাপুর দাখিল মাদরাসা কেন্দ্রে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এতে দলটির পাঁচ নেতা-কর্মী আহত হয়েছেন।
তাদের মধ্যে কাশিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি শাহাজান (৩৫) আলী গুরুতর আহত অবস্থায় যশোর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
হাসপাতালে ভর্তি শাহাজান আলীর অভিযোগ, তিনি দুপুরের দিকে ওই কেন্দ্রে গেলে দলীয় প্রতিপক্ষ শরিফুলের নেতৃত্বে তাদের ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা তাদেরকে লাঠি দিয়ে বেধড়ক পেটায়। এতে তিনি হাত, পা ও মাথায় আঘাত পেয়েছেন। হামলায় তার সমর্থক আরও চার জন আহত হয়েছেন।
স্থানীয়রা জানান, শরিফুল ও শাহাজান জেলা আওয়ামী লীগের বিবদমান দুই গ্রুপের সঙ্গে যুক্ত। এ কারণে স্থানীয় পর্যায়ে আধিপত্য বিস্তার নিয়ে তাদের মধ্যে আগে থেকেই বিরোধ চলছিল। এরই জের ধরে আজ মীরাপুর দাখিল মাদরাসা কেন্দ্রে দুই গ্রুপ সংঘর্ষে লিপ্ত হয়।
যশোর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, কাশিমপুর ইউনিয়নের মীরাপুর দাখিল মাদরাসা কেন্দ্রের বাইরে দুই গ্রুপের মধ্যে সামান্য হাতাহাতি হয়েছে।’
Comments