খুচরা বাজারে আলুর দাম প্রতিকেজি ৩৫ টাকা নির্ধারণ
ব্যবসায়ীদের চাপে খুচরা বাজারে প্রতিকেজি আলুর দাম ৩৫ টাকা নির্ধারণ করেছে কৃষি বিপণন অধিদপ্তর।
আজ মঙ্গলবার হিমাগার মালিক ও ব্যবসায়ীদের অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ইউসুফের বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক সূত্রে জানা যায়, পাইকারি বাজারে আলুর দর কেজিতে ৩০ টাকা এবং কোল্ড স্টোরেজে ২৭ টাকা করে।
গত ৭ অক্টোবর কৃষি বিপণন অধিদপ্তর ৩০ টাকা দরে খুচরা বাজারে আলুর দাম নির্ধারণ করে দেয়। পাইকারি বাজারে দাম ২৫ টাকা কেজি এবং কোল্ড স্টোরেজে ২৩ টাকা দাম নির্ধারণ করা হয়।
Comments