রোহিঙ্গা প্রত্যাবর্তন প্রচেষ্টা জোরদার করার আহবান সিসিএনএফের
রোহিঙ্গা সংকট মোকাবিলায় দাতা ও উন্নত দেশগুলোর বর্তমান ভূমিকার সমালোচনা করে রোহিঙ্গাদের শিগগির মিয়ানমারে ফিরিয়ে নিতে ধনী দেশ ও জাতিসংঘের উদ্যোগ ও প্রচেষ্টাকে দ্বিগুণ জোরদার করার আহ্বান জানিয়েছে কক্সবাজার সিএসও এনজিও ফোরাম (সিসিএনএফ)।
এ ছাড়া, এ সংকট মোকাবিলার তহবিল ব্যবস্থাপনায় স্থানীয় সরকার, স্থানীয় সিএসও, রোহিঙ্গা প্রতিনিধি, আরআরআরসি, জেলা প্রশাসক ও আইএসসিজি এর অংশগ্রহণে একটি একক কর্তৃপক্ষের দাবি করেছে ৫০টিরও বেশি সিএসও এনজিওর নেটওয়ার্ক সিসিএনএফ।
আগামী ২২ অক্টোবর যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জাতিসংঘ ও জাপানের উদ্যোগে অনুষ্ঠিতব্য দাতা সম্মেলনকে সামনে রেখে আজ মঙ্গলবার সিসিএনএফ এর এক সংবাদ সম্মেলনে এ সব দাবি জানানো হয়।
এতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী বলেন, ‘স্থানীয় জনগোষ্ঠীর প্রতি সংশ্লিষ্টদের মনোযোগ আছে। কিন্তু, নাফ নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করা জেলে সম্প্রদায় এখনও সেখানে মাছ ধরতে না পেরে মানবেতর জীবন কাটাচ্ছে।’ স্থানীয়দের জন্য আসা সহায়তার পূর্ণ স্বচ্ছতার আহবান জানান তিনি।
আইডিএফ এর নির্বাহী পরিচালক জহিরুল আলম এ সমস্যার টেকসই সমাধান হিসেবে রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নিতে ধনী ও দাতা দেশগুলোর প্রচেষ্টা দ্বিগুণ করতে হবে বলে অভিমত প্রকাশ করেন।
সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন সিসিএনএফ এর কো-চেয়ার ও কোস্ট ট্রাস্টের নির্বাহী পরিচালক রেজাউল করিম চৌধুরী।
Comments