ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের নামে আবুধাবির সড়ক
সংযুক্ত আরব আমিরাত রাজধানী আবুধাবির একটি প্রধান সড়কের নাম পরিবর্তন করে রেখেছে ‘প্রেসিডেন্ট জকো উইদোদো স্ট্রিট’।
দু’দেশের মধ্যে সম্পর্ক জোরদারের জন্য তারা ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টকে এভাবে সম্মান জানিয়েছে। ইন্দোনেশিয়ান দূতাবাস কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দ্য জাকার্তা পোস্ট।
আবুধাবিতে ইন্দোনেশিয়ান দূতাবাসের শিল্প ও সাংস্কৃতিক সম্পর্ক বিভাগের কর্মকর্তা নূর ইব্রাহিম এক বিবৃতিতে বলেন, ‘প্রেসিডেন্ট জকো উইদোদো স্ট্রিটের নামকরণ ইন্দোনেশিয়া-সংযুক্ত আরব আমিরাতের সম্পর্কের শক্তি প্রদর্শন করছে। দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে আসার জন্য তারা প্রেসিডেন্ট জকো উইদোদোকে এভাবে সম্মান জানিয়েছে।’
স্থানীয় সময় সোমবার বিকাল পৌনে ৫টায় আবুধাবিতে ইন্দোনেশিয়ান দূতাবাস ও সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উপস্থিতিতে সড়কটির নতুন নামকরণ করা হয়।
আবুধাবির জাতীয় প্রদর্শনী কেন্দ্রের পার্শ্ববর্তী সড়কটিকে আগে আল মা’আরিদ (প্রদর্শন) স্ট্রিট নামে ডাকা হতো।
Comments