ভাষাসৈনিক ও সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম মারা গেছেন

M Nurul Islam-1.jpg
এম নুরুল ইসলাম। ছবি: সংগৃহীত

খুলনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও ভাষাসৈনিক এম নুরুল ইসলাম দাদু ভাই আজ বুধবার মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর।

বার্ধক্যজনিত কারণে সকাল ৮টায় খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান বলে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মনিরুজ্জামান মনি নিশ্চিত করেছেন।

খুলনা মহানগর বিএনপির সাবেক এ সভাপতি মৃত্যুকালে তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য, আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য ছিলেন।

এম নুরুল ইসলাম দাদু ভাই ১৯৩৪ সালের ২ মে খুলনা মহানগরীর ২০, বাবুখান রোডস্থ সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ডা. খাদেম আহমেদ ও আছিয়া খাতুনের ছয় ছেলে ও এক মেয়ের মধ্যে বড় তিনি।

Comments

The Daily Star  | English

BNP hosts discussion on first anniversary of July uprising

Leaders recall sacrifices, call for unity at Dhaka gathering

34m ago