‘ইমাম মেহেদী’ দাবিকারী সৌদি প্রবাসীর সহযোগী গ্রেপ্তার
নিজেকে ইমাম মেহেদী দাবিকারী সৌদি প্রবাসী মুস্তাক মো. আরমান খানের সহযোগী সিরাজুল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইনভেস্টিগেশন বিভাগের একটি দল।
আজ বুধবার সকালে সিটিটিসির উপকমিশনার সাইফুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, গোয়েন্দ তথ্যের ভিত্তিতে গতকাল রাজধানীর দক্ষিণ বাড্ডা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সিটিটিসি কর্মকর্তারা জানান, বাংলাদেশি নাগরিক মুস্তাক মো. আরমান খান বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্লাটফর্মে নিজেকে ইমাম মেহেদী দাবি করে আসছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সিরাজুল ইসলাম জানিয়েছেন, তিনি মুস্তাকের অনুসারী এবং তার হয়ে অনলাইনে তৎপরতা চালাতেন। সিরাজুল একটি বেসরকারি প্রতিষ্ঠানে চার্টার্ড অ্যাকাউটেন্ট হিসেবে কাজ করতেন এবং সপরিবারে দক্ষিণ বাড্ডা এলাকায় বসবাস করতেন। তার বিরুদ্ধে আগেই রমনা মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা ছিল। সেই মামলা তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
মুস্তাক মো. আরমানের বক্তব্যে অনুপ্রাণিত হয়ে জিহাদে অংশ নিতে সৌদি আরব যাওয়ার সময় এ পর্যন্ত ১৯ জন পুলিশের হাতে আটক হয়েছেন।
Comments