ফেসবুকে প্রতারণার অভিযোগে যুবক আটক

FB_Cheat_21Oct20.jpg
ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট খুলে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে মাসুক মিয়া মাসুদ (২৮) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব।

গতকাল মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. সাজেদুল ইসলাম সজলের নেতৃত্বে র‍্যাব-৪ এর সাইবার মনিটরিং সেলের একটি দল নরসিংদীর মনোহরদী পৌরসভা বাজার থেকে তাকে আটক করা হয়। তার বাড়ি সিলেট জেলায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাসুদ জানিয়েছেন, মেয়েদের নাম ও ছবি ব্যবহার করে একাধিক ভুয়া অ্যাকাউন্ট খুলে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নিতেন মাসুদ। এভাবে ১৫ থেকে ২০ লাখ টাকা আত্মসাৎ করেছেন তিনি। র‌্যাব-৪ এর পক্ষ থেকে জানানো হয়েছে, মাসুদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হবে।

Comments

The Daily Star  | English

Rally begins near Jamuna demanding ban on Awami League

The demonstration follows a sit-in that began around 10:00pm last night in front of the Chief Adviser's residence

54m ago