ট্রফি জেতালে কার্তিককে রজনীকান্তের সঙ্গে দেখা করিয়ে দেবেন শাহরুখ

Dinesh Karthik & Shahrukh Khan
ছবি: সংগ্রহ

এবার আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের অবস্থা গড়পড়তা। ৯ ম্যাচের ৫টা জিতে টেবিলের পাঁচ নম্বরে আছে তারা। টুর্নামেন্টের মাঝপথে দীনেশ কার্তিকের কাছ থেকে নেতৃত্ব পেয়েছেন ইয়ন মরগ্যান। তবে সব সামলে শিরোপা জিততে দলকে প্রেরণা দিচ্ছেন দলটির সত্ত্বাধিকারী বলিউড তারকা শাহরুখ খান।

দলের নতুন থিম সং -'লাফাও' প্রচারের সময় ক্রিকেটারদের সঙ্গে এক ভার্চুয়াল আড্ডায় তিনি খোঁজ খবর নেন সবার। চলে মজার আলাপচারিতাও। শাহরুখ জানতে পারেন সদ্য দায়িত্ব ছেড়ে দেওয়া কিপার ব্যাটসম্যান দীনেশ কার্তিক তার অভিনয়ের ভক্তই নন।

কার্তিককে তাই শাহরুখের জিজ্ঞাসা, ‘তাহলে কার ভক্ত তুমি ডিকে?’ কার্তিক অকপটে জানান তামিল অভিনেতার নাম, ‘রজনীকান্ত’। শাহরুখ অবাক ভঙ্গিতে বলেন, ‘আমার চেয়েও বড় রজনীকান্ত? সংলাপ বলতে পারবে?’ কার্তিক তামিল ভাষায় সংলাপ বলার পর বলিউড তারকা জানতে চান কখনো রজনীকান্তের সঙ্গে দেখা হয়েছে কীনা।

কার্তিক নেতিবাচক জবাব দিলে শাহরুখ এবারই সেটা হয়ে যাবে, তবে তার আগে চাই আইপিএল ট্রফি,  ‘রজনীকান্তের সঙ্গে তোমার স্পেশাল লাঞ্চের ব্যবস্থা আমি করছি। তুমি শুধু ট্রফিটা এনে দাও। পরের ম্যাচটা জেতাও।’

আইপিএল দেখতে বেশ কয়েকদিন থেকে সংযুক্ত আরব আমিরাতে আছেন শাহরুখ। তবে দলের সঙ্গে সরাসরি যুক্ত হননি তিনি। এবার জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করে ক্রিকেটারদের সঙ্গে আনন্দে মাতার ঘোষণা দিয়েছেন তিনি।

আইপিএলে আজ (বুধবার) বিরাট কোহলিদের রয়্যাল চ্যালঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে নামবে কলকাতা নাইট রাইডার্স।

Comments

The Daily Star  | English

Seven killed in Mymensingh road crash

At least seven people were killed and several others injured in a head-on collision between a bus and a human haulier in Mymensingh’s Phulpur upazila last night

1d ago