অবৈধভাবে পাহাড় কাটার সময় মাটিচাপা পড়ে ২ জনের মৃত্যু
কক্সবাজারের রামু উপজেলায় অবৈধভাবে পাহাড় কাটার সময় মাটিচাপা পড়ে দুই জনের মৃত্যু হয়েছে। আজ বুধবার ভোররাতে উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের লট উখিয়ারঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।
মাটিচাপায় মারা গেছেন— মুজিবুর রহমান (৪০) ও আলী আহমদ (২৯)। এ সময় রফিকুল ইসলাম (৩৮) নামে আরেকজন আহত হয়েছেন। তারা সবাই লট উখিয়ারঘোনা এলাকার বাসিন্দা।
স্থানীয় বাসিন্দারা বলেন, মুজিবুর রহমান ও আলী আহমদ চার শ্রমিক নিয়ে রাতের আঁধারে অবৈধভাবে পাহাড় কাটতে লট উখিয়ারঘোনা এলাকায় গিয়েছিলেন। মাটির কাটার এক পর্যায়ে পাহাড় ভেঙে পড়লে মাটিচাপায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমদ দ্য ডেইলি স্টারকে বলেন, ‘ভোর সাড়ে ৫টায় আমি দুর্ঘটনার খবর পেয়েছি। রামু থানার ওসিকে বিষয়টি জানিয়েছি। যারা অবৈধভাবে পাহাড় কেটে মাটি বিক্রি করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমি জোর দাবি জানাচ্ছি।’
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজমিরুজ্জামান দ্য ডেইলি স্টারকে বলেন, এরা সংঘবদ্ধ মাটি চোরচক্র। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Comments