সেই তিন খেলোয়াড়ের সঙ্গে বার্সার নতুন চুক্তি, সঙ্গে পিকেরও

ছবি: টুইটার

একাডেমির খেলোয়াড় হতে শুরু করে পুরো স্কোয়াড যখন ক্লাব সভাপতি জোসে মারিয়া বার্তোমেউর সঙ্গে দ্বিমত প্রকাশ করেন, তখন উল্টো পথে হেঁটেছিলেন গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগেন, মিডফিল্ডার ফ্রাঙ্কি ডি ইয়ং ও ডিফেন্ডার ক্লেমো লংলে। ক্লাব সভাপতির দেওয়া প্রস্তাব মেনে নিয়েছিলেন এ তিন তারকা। আর সে তিন তারকার সঙ্গে একই দিনে চুক্তি নবায়ন করেছে ফুটবল ক্লাব বার্সেলোনা। সঙ্গে অবশ্য দলের অভিজ্ঞ ডিফেন্ডার জেরার্দ পিকেরও চুক্তিও বাড়িয়েছে ক্লাবটি।

মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ফেরেন্সভারোসের বিপক্ষে যখন খেলায় ব্যস্ত বার্সা তারকারা, তখনই এ চার তারকার সঙ্গে নতুন চুক্তির ঘোষণা দেয় বার্সেলোনা। এক বিবৃতিতে তারা জানায়, 'কয়েক সপ্তাহের আলোচনার পর এ চুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং করোনাভাইরাসের কারণে সৃষ্ট সংকটের কারণে পরিস্থিতি বিবেচনা করে আপাতত নিজেদের বেতন বকেয়া রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'

পিকের সঙ্গে নতুন চুক্তিটি হয়েছে অবশ্য শর্ত সাপেক্ষে। ২০২১/২২ মৌসুমে মাঠে তার উপস্থিতির সঙ্গে নির্ভর করবে। যদি নির্দিষ্ট সংখ্যক ম্যাচ খেলতে পারেন তাহলে ২০২৪ সাল পর্যন্ত বার্সেলোনায় খেলবেন তিনি। তখন তার বয়স হবে ৩৭। এ ডিফেন্ডারের রিলিজ ক্লজ রাখা হয়েছে ৫০০ মিলিয়ন ইউরো।

আগামী ২০২৫ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে টের স্টেগেনের। তারও রিলিজ ক্লজ ৫০০ মিলিয়ন ইউরো রাখা হয়েছে। আর লংলে ও ডি ইয়ংয়ের চুক্তি নবায়ন করা হয়েছে ২০২৬ সাল পর্যন্ত। লংলের রিলিজ ক্লজ ৩০০ মিলিয়ন ইউরো রাখা হলেও ডি ইয়ংয়ের জন্য রাখা হয়েছে ৪০০ মিলিয়ন ইউরো।

করোনাভাইরাসের কারণে গত মৌসুমে বড় ধরনের আর্থিক ক্ষতির শিকার হয়েছে বার্সেলোনা। ক্ষতির পরিমাণ প্রায় ২০০ মিলিয়ন ইউরো। তাই আর্থিক সংকটে থাকা ক্লাবটির পক্ষ থেকে খেলোয়াড়দের বেতন স্থগিত প্রস্তাব দিয়েছিলেন ক্লাব সভাপতি বার্তোমেউ। কিন্তু আগেই ৭০ শতাংশ বেতন কম নেওয়া খেলোয়াড়েরা সে প্রস্তাবে সাড়া দেননি। ব্যুরোফ্যাক্স করে নিজেদের আপত্তির কথা জানিয়ে দিয়েছেন মেসিরা। তবে মেনে নিয়েছিলেন টের স্টেগেন, ডি ইয়ং ও লংলে। দুই দিন পার না হতেই বার্তোমেউর উপর আস্থা রাখার প্রতিদান পেলেন তারা।

Comments

The Daily Star  | English

The constitution: Reforms only after a strong consensus

Constitutional reforms should be done after taking people’s opinions into account, said Dr Kamal Hossain, one of the framers of the constitution.

5h ago