বাধ্য হয়ে আইসোলেশনে বার্তোমেউ
চ্যাম্পিয়ন্স লিগে আগের দিন দুর্দান্ত এক জয় পেয়েছে ফুটবল ক্লাব বার্সেলোনা। ১০ জনের দল নিয়েও হাঙ্গেরির ক্লাব ফেরেন্সভারোসকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে দলটি। নতুন মৌসুমের শুরুটা হলো দারুণ। কিন্তু এমন ম্যাচটি মাঠে বসে দেখতে পারেননি ক্লাব সভাপতি জোসে মারিয়া বার্তোমেউ। আইসোলেশনে থাকায় এ মাঠে যেতে পারেননি তিনি।
বেশ কিছু দিন থেকেই নিজ বাসভবনে স্বেচ্ছায় আইসোলেশনে আছেন বার্সা সভাপতি। তবে কোভিড-১৯ পজিটিভ হননি বার্তোমেউ। তার এক আত্মীয় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। যে কারণে অনেকটা বাধ্য হয়েই আইসোলেশনে থাকতে হচ্ছে তাকে।
বিষয়টি জানিয়েছেন বার্সেলোনার এক মুখপাত্র। তিনি জানিয়েছেন, প্রথম পরীক্ষায় নেগেটিভ আসলেও আইসোলেশনে থাকতে হচ্ছে বার্তোমেউকে। তবে খুব শীগগিরই দ্বিতীয় পরীক্ষা করানো হবে তার। সে পরীক্ষায় নেগেটিভ এলেই আবার বাইরে যেতে পারবেন তিনি।
সব ঠিক থাকলে তাই আগামী শনিবার ক্যাম্প ন্যুতে দেখা যেতে পারে বার্সা সভাপতিকে। লা লিগার গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে ওই দিন দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ।
Comments