মেসির বিরুদ্ধে কোনো অভিযোগ তুলবেন না কোমান, যদি...

লা লিগায় সবশেষ ম্যাচে গেতাফের বিপক্ষে হারের পর অধিনায়ক লিওনেল মেসির দিকে আঙুল তুলেছিলেন কোচ রোনাল্ড কোমান। অধিনায়কের সমালোচনা করেছিলেন গণমাধ্যমে। তবে পরের ম্যাচেই বলছেন ভিন্ন কথা। চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে আগের দিন ফেরেন্সভারোসের বিপক্ষে যেমন খেলেছেন, এমনটা খেললে মেসির বিরুদ্ধে কোনো অভিযোগ করবেন না এ ডাচ কোচ।

লা লিগায় সবশেষ ম্যাচে গেতাফের বিপক্ষে হারের পর অধিনায়ক লিওনেল মেসির দিকে আঙুল তুলেছিলেন কোচ রোনাল্ড কোমান। অধিনায়কের সমালোচনা করেছিলেন গণমাধ্যমে। তবে পরের ম্যাচেই বলছেন ভিন্ন কথা। চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে আগের দিন ফেরেন্সভারোসের বিপক্ষে যেমন খেলেছেন, এমনটা খেললে মেসির বিরুদ্ধে কোনো অভিযোগ করবেন না এ ডাচ কোচ।

আগের দিন ঘরের মাঠে ফেরেন্সভারোসের বিপক্ষে ৫-১ গোলের বড় জয় পায় বার্সেলোনা। স্পটকিক থেকে একটি গোল করেছেন মেসি। দেম্বেলেকে দিয়ে করিয়েছেন আরও একটি। ম্যাচে মোট ৫টি সুযোগ তৈরি করেছেন। ম্যাচসেরাও হয়েছেন। এমন ম্যাচের পর তাই অধিনায়কের প্রশংসায় মেতেছেন কোমান। এমনটা নিয়মিত হলে মেসির বিরুদ্ধে কোনো অভিযোগ করবেন না বলেই জানান তিনি।

'যদি সে আজকের রাতের মতো খেলে, তাহলে লিওর বিষয়ে আমার কোনো অভিযোগ থাকবে না। সে অনেক কঠিন পরিশ্রম করছে। পেনাল্টি থেকে গোল করেছে কিন্তু সে পেনাল্টি থেকে গোল করতে অভ্যস্ত হয়ে গেছে। যদি সে গোল না করে তবে দুই-তিনটি অ্যাসিস্ট করে তাহলে আমরা তার কাছ থেকে এর বেশি আশা করতে পারি না।' - মেসির প্রশংসা করে এমনটাই বলেছেন কোচ।

মেসি পারফরম্যান্স আরও ভালো হবে বলে মনে করেন কোমান, 'হয়তো, বর্তমানে মেসির পারফরম্যান্স আরও ভালো হতে পারে। সে সুখী আছে, সে অনেক কঠিন পরিশ্রম করছে এবং সে দলের নেতা হতে চায়। আমার ন্যুনতম কোনো অভিযোগ নেই। তার কিছু দুর্ভাগ্যও রয়েছে। সে আরও একবার বারপোস্টে আঘাত করেছে অন্য ম্যাচে যেটা গোল হবে। আমার তার পারফরম্যান্স নিয়ে কোনো সন্দেহ নেই। আমরা খুব শীগগিরই আমরা ম্যাচে তার সেরাটা দেখতে পারব। আমি নিশ্চিত।'

তবে আগের দিন মেসি খেলেছেন সেন্ট্রাল ফরোয়ার্ড হিসেবে। তার নিজের স্বাভাবিক পছন্দের জায়গায় খেলেছেন ত্রিনকাও। কোমানের অধীনে এর আগে এ জায়গায় খেলেছেন আতোঁয়ান গ্রিজমান। দলের অনেক দারুণ খেলোয়াড় থাকায় নিজের পছন্দের জায়গায় মেসিকে খেলাতে পারছেন না বলে জানান কোচ, 'লিওকে নিয়ে, দুইটা অ্যাসিস্ট এবং এ কারণেই আমরা এখানে সুখী রয়েছি। এখানে অনেক প্রতিদ্বন্দ্বিতা রয়েছে শুধু রাইট উইং নিয়ে নয়। আমরা লিওকে একটু বাইরে দিকে খেলাতে পারি, ঠিক ১০ নম্বর নয়। আক্রমণভাগে অনেক দারুণ খেলোয়াড়ই আছে।'

Comments

The Daily Star  | English
interim government struggles with decision-making

Interim govt struggling on many fronts

The government on around a dozen occasions has backtracked on its decisions during its two months in office, casting doubts about its resolve.

12h ago