করোনায় আক্রান্ত মাশরাফির দুই সন্তান

mashrafe and family
ছবি: সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে বাংলাদেশ ওয়ানডে দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার মেয়ে হুমায়রা মর্তুজা ও ছেলে সাহেল মর্তুজা।

বুধবার বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছে মাশরাফির পরিবারের একটি ঘনিষ্ঠ সূত্র।

কোভিড-১৯ পজিটিভ হলেও মাশরাফির দুই সন্তানের শারীরিক অবস্থা বর্তমানে ভালো। শুরুতে জ্বর থাকলেও এখন আর তাদের শরীরে কোনো উপসর্গ নেই। তারা দুজনেই আছে হোম কোয়ারেন্টিনে।

জানা গেছে, দশ দিন আগে হুমায়রার করোনাভাইরাস ধরা পড়ে। আর সাহেল আক্রান্ত হয়েছে চার দিন আগে।

বৈশ্বিক মহামারি জোরালো আঘাত হেনেছে মাশরাফি ও তার পরিবারের উপর। গত ২০ জুন করোনায় আক্রান্ত হয়েছিলেন দেশের সফলতম ওয়ানডে অধিনায়ক। এরপর তার স্ত্রী সুমনা হক ও ছোট ভাই মোরসালিন বিন মর্তুজা কোভিড-১৯ পজিটিভ হন। পরবর্তীতে তার বাবা-মায়েরও করোনা ধরা পড়ে। তবে সবাই সুস্থ হয়ে উঠেছেন।

গত মার্চে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর ক্রিকেট থেকে দূরে আছেন মাশরাফি। করোনা বিরতির পর বেশিরভাগ জাতীয় ক্রিকেটার মাঠে ফিরলেও তার এখনও ফেরা হয়নি।

Comments