কাঁধে চোট পেয়েছেন মুশফিক

আল-আমিন হোসনের আচমকা লাফানো বলটা ছাড়বেন না মারবেন করে ব্যাট লাগিয়ে দিয়েছিলেন ইয়াসির আলি চৌধুরী। শর্ট থার্ড ম্যানের দিকে উঠেছিল ক্যাচ। তা ধরতে গিয়ে লাফিয়ে পড়ে ডান কাঁধে চোট পেয়েছেন মুশফিকুর রহিম।
Mushfiqur Rahim
ছবি: ফিরোজ আহমেদ

আল-আমিন হোসনের আচমকা লাফানো বলটা ছাড়বেন না মারবেন করে ব্যাট লাগিয়ে দিয়েছিলেন ইয়াসির আলি চৌধুরী। শর্ট থার্ড ম্যানের দিকে উঠেছিল ক্যাচ। তা ধরতে গিয়ে লাফিয়ে পড়ে ডান কাঁধে চোট পেয়েছেন মুশফিকুর রহিম।

বুধবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি প্রেসিডেন্ট’স কাপের ফাইনালে উঠার লড়াইয়ে ৪১ ওভারে ১৬৪ রান তাড়া করছিল তামিম একাদশ। ম্যাচে ২৬তম ওভারে তৃতীয় বলে ঘটে এই ঘটনা। অনেকখানি ডানদিকে পেছনে সরে ডাইভ দিয়েছিলেন কিপার মুশফিক। বল তার হাতে জমেনি। উলটো বেশ কিছুটা সময় মাটিতেই শুয়ে থাকেন তিনি।

Mushfiqur Rahim
ছবি: ফিরোজ আহমেদ

সতীর্থ ও ফিজিওর সহায়তায় আইচ ব্যাগ লাগিয়ে মাঠ থেকে বেরিয়ে যান তিনি। এ সময় ডান কাঁধ ধরে ব্যথায় কাতরাতে দেখা যায় তাকে। ড্রেসিং রুমেও কাঁধে আইসব্যাগ চেপে রাখতে দেখা যায় তাকে। ম্যাচ শেষে সেরা ব্যাটসম্যানের পুরস্কার তিনিও আসেননি তিনি। 

তবে তার চোট কতটা গুরুতর এখনো জানা যায়নি। শান্ত একাদশের হয়ে এদিন ৭৫ বলে ৫১ রান করেন মুশফিক। বৃষ্টির কারণে ৪১ ওভারে নেমে আসা ম্যাচটি জিতেছে শান্তর দল। ২৩ অক্টোবর ফাইনালে মাহমুদউল্লাহ একাদশের বিপক্ষে খেলবে তারা।

 

 

 

Comments

The Daily Star  | English
EC turns a blind eye to polls code violations

Nomination submission deadline won’t be extended: EC

The deadline for the submission of nomination papers ended at 4:00pm today

13m ago