সিরাজের নবাবীতে অনেক রেকর্ডের ম্যাচ
মোহাম্মদ সিরাজ শুরুতেই দুর্ধর্ষ বল করে বেধে দিলেন সুর। কোন রান না দেওয়ার আগেই নিয়ে নেন ৩ উইকেট। তাতে কুপোকাত কলকাতা নাইট রাইডার্স আর সোজা হয়ে দাঁড়াতে পারল না। খুঁড়িয়ে খুঁড়িয়ে তারা শম্বুক গতিতে এগিয়ে তারা গড়ল বিব্রতকর রেকর্ড। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে বিশাল জয় পাইয়ে দেওয়ার দিনে সিরাজও অংশ হলেন অনন্য এক রেকর্ডের।
বুধবার রাতে আবুধাবিতে পুরো ২০ ওভার খেলে কলকাতা করতে পেরেছে ৮ উইকেটে মাত্র ৮৪ রান। ৩৯ বল আগেই ওই রান তুলে ৮ উইকেট জিতেছে বিরাট কোহলির দল।
আইপিএলের ইতিহাসে কোন দল পুরো ২০ ওভার ব্যাট করে সবচেয়ে কম রান করার ঘটনা এটাই। বিব্রতকর রেকর্ডে কলকাতা মুক্তি দিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাবকে। ২০০৯ সালের আসরে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ৮ উইকেটে কেবল ৯২ রান তুলেছিল তারা।
তবে পাঞ্জাব সেবার পরে ব্যাট করে এমন অবস্থায় পড়েছিল। আগে ব্যাট করে এত কম রান করার রেকর্ডেও এখন থাকল নাইটদের নাম।
অথচ টস জিতে ব্যাট করতে গিয়েছিল কলকাতা। দ্বিতীয় ওভারেই আঘাত হানেন ডানহাতি পেসার সিরাজ। রাহুল ত্রিপাঠিকে উইকেটের পেছনে ক্যাচ বানান তিনি। পরের বলেই বোল্ড করে দেন নিতিশ রানাকে। ডাবল উইকেট মেডেন নেওয়ার পর চতুর্থ ওভারে টম ব্যান্টনকেও উইকেটের পেছনে ক্যাচ বানান। সিরাজের বোলিং ফিগার দাঁড়ায় ঈশ্বর্নীয়। কোন রান না দিয়েই ৩ উইকেট!
পরে ৪ ওভার কোটা শেষ করে কেবল ৮ রান দিয়েছেন। নিয়েছেন ২ মেডেন। আইপিএলের ইতিহাসে এক ম্যাচে কোন বোলারেরই দুই মেডেন নেই। অনন্য এই রেকর্ড এখন ২৬ বছর বয়েসী হায়দ্রবাদের ছেলের। চলতি আইপিএলে সবচেয়ে মিতব্যয়ী বোলিং ফিগারও তার।
ব্যাঙ্গালুরুর সব বোলারই ছিলেন দুর্দান্ত। বল করা ৬ বোলারের মধ্যে কেবল নবদ্বীপ সাইনি ওভার প্রতি ছয়ের বেশি রান দিয়েছেন। কোটা পূরণ করা চার বোলারের কেউই ১৬ রানের বেশি দেননি। লেগ স্পিনার যুজভেন্দ্র চেহেল মাত্র ১৫ রান দিয়ে নেন ২ উইকেট।
এই জয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে গেল বেঙ্গালুরু। বিব্রতকর হারে চারে নেমেছে ইয়ন মরগ্যানের দল।
Comments