‘রিশাদ চিত্তাকর্ষক ও সম্ভাবনাময়’
লেগ স্পিনারদের নিজেদের প্রমাণের বড় সুযোগ ছিল এবার প্রেসিডেন্ট’স কাপ। প্রতি দলেই একজন করে লেগ স্পিনার যুক্ত করে তাদের খেলানোরও বাধ্যবাধকতা দেওয়া হয়েছিল। বাকি দুজন চোটের কারণে সেভাবে খেলতে পারেননি। সব ম্যাচ খেলে সেদিক থেকে এগিয়ে আছেন রিশাদ হোসেন। এই লেগ স্পিনারকে বেশ মনে ধরেছে বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর।
শান্ত একাদশের হয়ে ১৯ বছরের রিশাদ খেলেছেন চার ম্যাচেই। তাতে ৪ উইকেট তার। তবে খেলায় প্রভাব ফেলার মতো উইকেট নিয়েছেন তিনি। এক ম্যাচে হয়েছেন সেরা বোলার। দারুণ ফিল্ডিং দক্ষতায়ও নজর কেড়েছেন তিনি। উচ্চতায় লম্বা হওয়ায় বাড়তি বাউন্স আদায় করেছেন। মাঝে মাঝে আলগা বল দিলেও ব্যাটসম্যানদের ভুগাতেও দেখা গেছে তাকে। যদিও লেগ স্পিনারদের প্রথাগত অ্যাকশন নেই তার। তাকে নিয়ে মুগ্ধতার পাশাপাশি তাড়াহুড়ো না করার মত ডমিঙ্গোর, ‘শ্রীলঙ্কায় এ দলের সফরে সে খুবই মনোমুগ্ধকর ছিল। কিন্তু তাকে নিয়ে আপনার ধৈর্য ধরা লাগবে। লেগ স্পিন খুব কঠিন শিল্প। আপনি এক-দুই বছরে এর বিশারদ হতে পারবেন না। আমাদের তাকে ঠিক প্রতিপক্ষের বিপক্ষে, ঠিক পরিস্থিতি বিচার করে খেলাতে হবে। আপনি যদি তরুণ এক লেগ স্পিনারকে আগেভাগে খেলান আর সে যদি কোয়ালিটি ব্যাটসম্যানের সামনে পড়ে ভড়কে যায় তাহলে আত্মবিশ্বাস নষ্ট হবে। কাজেই এজন্য সঠিক সময়ের অপেক্ষা দরকার।’
‘আমার মনে হয় তার ক্যারিয়ারের ব্যবস্থাপনাটা জরুরী। সে খুবই তরুণ, তাকেও ধৈর্য ধরতে হবে। এখনো তাকে কিছু জিনিস শিখতে হবে। কিন্তু সে আন্তর্জাতিক ক্রিকেটার হতে পারবে।’
এই টুর্নামেন্টে প্রতি ম্যাচে লেগ স্পিনার খেলানো এবং তাদের নূন্যতম ৫ ওভার বল করতে দেওয়ার একটা বাধ্যবাধকতা ছিল। কিন্তু বিপ্লব আর মিনহাজুল আবেদিন আফ্রিদি চোটের কারণে তা থেকে বঞ্চিত হয়েছেন। প্রথম ম্যাচেই আঙ্গুল ভেঙ্গে আর খেলতে পারেননি মিনহাজুল। চোট কাটিয়ে ফাইনাল খেলার আশা বিপ্লবের।
ফিঙ্গার স্পিনারদের পাশাপাশি বাংলাদেশের ক্রিকেটে লেগ স্পিনারদের দরকারটা আরও একবার উচ্চারণ করলেন বাংলাদেশের কোচ, ‘এই সময়ে বাংলাদেশের কিছু লেগ স্পিনার দরকার। আমরা ভাগ্যবান যে আমাদের মানসম্মত ফিঙ্গার স্পিনার আছে যেমন নাঈম (হাসান), তাইজুল (ইসলাম), (মেহেদী হাসান) মিরাজ এবং সাকিব (আল হাসান)। এখন লেগ স্পিনার পেলে ভাল হয়। পাশাপাশি ফিঙ্গার স্পিনারদেরও ধরে রাখতে হবে। সাদা বলের ক্রিকেটে আমি লেগ স্পিনারদের দেখতে পছন্দ করব। তারা আপনাকে ভিন্ন মাত্রা এনে দেবে। তারা আগ্রাসী বোলার।’
Comments