২ বছর কারাভোগের পর ৩ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভারত
ভারতে দুই বছর কারাভোগের পর তিন বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে ভারত।
আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে বেনাপোল চেকপোস্ট দিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ-এর (বিজিবি) কাছে তাদের হস্তান্তর করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
৪৯ বিজিবি আইসিপি ক্যাম্পের সুবেদার আরশাফ আলী দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, আনুষ্ঠানিকতা শেষে বিজিবি তাদেরকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করেছে। তারা হলেন মুন্সিগঞ্জ জেলা সদরের জুতি রায় (১৮) ও শিউলি আক্তার (১৭) এবং যশোর সদর উপজেলার আল আমিন বিশ্বাস (২০)।
তিনি আরও জানান, এই তিন জন ২০১৮ সালের ২১ ডিসেম্বর মানব পাচারকারী চক্রের মাধ্যমে সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে। পরে, কলকাতা পুলিশ তাদের আটক করে জেলে পাঠায়।
বেনাপোল পোর্ট থানা পুলিশ তাদেরকে তাদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু করেছে বলেও জানান তিনি।
Comments