নারায়ণগঞ্জে স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর গ্রেপ্তার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন এলাকায় স্কুল শিক্ষার্থীকে (১১) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত চার কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার সকালে ভুক্তভোগীর মা বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক দ্য ডেইলি স্টারকে বলেন, ‘ভোলার একটি স্কুলের ৬ষ্ঠ শ্রেণির ওই শিক্ষার্থী ছয় মাস আগে সিদ্ধিরগঞ্জের কদমতলীতে আসে। এখানে প্রতিবেশী এক কিশোরের সঙ্গে তার পরিচয় হয়। বুধবার সন্ধ্যায় ভাইয়ের চায়ের দোকান থেকে বাসায় ফিরছিল ওই শিক্ষার্থী। এ সময় ওই কিশোর ও তার এক বন্ধুর সহযোগিতায় তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায় এবং ধর্ষণ করে। আরও দুই বন্ধু ধর্ষণে সহযোগিতা করে। রাতে ভুক্তভোগীর মা থানায় অভিযোগ দিলে রাতেই কদমতলী এলাকায় অভিযান চালিয়ে চার জনকে আটক করে পুলিশ।’
তিনি বলেন, ‘এ ঘটনায় সকালে ভুক্তভোগীর মা বাদী হয়ে চার জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে দুপুরে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়। আদালত তাদের কারাগারে পাঠান এবং রিমান্ড শুনানির জন্য আগামীকাল দিন ধার্য করেন। ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’
Comments