আন্তর্জাতিক
করোনাভাইরাস

ভারতে ২৪ ঘণ্টায় শনাক্ত ৫৪৩৬৬, মৃত্যু ৬৯০

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৫৪ হাজার ৩৬৬ জনকে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে ভারতে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৭৭ লাখ ৬১ হাজার ৩১২ জনে দাঁড়াল। সংক্রমণের দিক থেকে বিশ্বের মধ্যে ভারতের অবস্থান বর্তমানে দ্বিতীয়তে।
অ্যান্টিজেন পদ্ধতিতে করোনা পরীক্ষার জন্য আহমেদাবাদের একটি মার্কেট এলাকায় নমুনা সংগ্রহ করা হচ্ছে। ২২ অক্টোবর ২০২০। ছবি: রয়টার্স

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৫৪ হাজার ৩৬৬ জনকে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে ভারতে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৭৭ লাখ ৬১ হাজার ৩১২ জনে দাঁড়াল। সংক্রমণের দিক থেকে বিশ্বের মধ্যে ভারতের অবস্থান বর্তমানে দ্বিতীয়তে।

একই সময়ে মারা গেছেন আরও ৬৯০ জন। করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত দেশটিতে মৃত্যুবরণ করেছেন এক লাখ ১৭ হাজার ৩০৬ জন। আর গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭৩ হাজার ৯৭৯ জন। মোট সুস্থ হয়েছেন ৬৯ লাখ ৪৮ হাজার ৪৯৭ জন। ভারতে মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৫৩ শতাংশ।

আজ শুক্রবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে মহারাষ্ট্রে। এরপর রয়েছে অন্ধ্র প্রদেশ, কর্ণাটক, তামিল নাড়ু, উত্তর প্রদেশ ও দিল্লিতে। দেশটিতে মোট শনাক্ত ৭৭ লাখ ৬১ হাজার ৩১২ জনের মধ্যে বর্তমানে আক্রান্ত রয়েছেন ছয় লাখ ৯৫ হাজার ৫০৯ জন।

ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে ১৪ লাখ ৪২ হাজার ৭২২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আর এখন পর্যন্ত পরীক্ষা করা হয়েছে ১০ কোটি এক লাখ ১৩ হাজার ৮৫টি নমুনা।

উল্লেখ্য, জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টারের তথ্য অনুযায়ী, সংক্রমণের দিক থেকে বর্তমানে বিশ্বে ভারতের অবস্থান দুই নম্বরে। ভারতের আগে রয়েছে যুক্তরাষ্ট্র ও পরে ব্রাজিল।

জনস হপকিনস ইউনিভার্সিটির সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন চার কোটি ১৬ লাখ ৪১ হাজার ৩০৯ জন এবং মারা গেছেন ১১ লাখ ৩৬ হাজার ৫০৩ জন। আর সুস্থ হয়েছেন দুই কোটি ৮২ লাখ ৭১ হাজার ৮৩৮ জন।

Comments

The Daily Star  | English

World must act before climate displacements become humanitarian crisis: PM

Prime Minister Sheikh Hasina today called for international support for the worst-affected countries by climate displacements to prevent situation from turning into a humanitarian crisis

2h ago