খিলক্ষেত থেকে নাইজেরিয়ান প্রতারক গ্রেপ্তার

arrest logo
প্রতীকী ছবি। স্টার অনলাইন গ্রাফিক্স

রাজধানীর খিলক্ষেত থেকে মানিলন্ডারিং প্রতারক চক্রের অন্যতম প্রধান নাইজেরিয়ান নাগরিক স্যামুয়েলকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২১ অক্টোবর তাকে গ্রেপ্তার করেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সদস্যরা।

জানা গেছে, দীর্ঘদিন যাবৎ প্রতারণার আশ্রয় নিয়ে মোবাইলের মাধ্যমে বহু নিরীহ মানুষের কাছ থেকে লাখো টাকা হাতিয়ে নিয়েছেন স্যামুয়েল। তাদের কার্যক্রম এনএসআই দীর্ঘদিন যাবৎ বিভিন্নভাবে নজরদারী করে আসছিল। স্যামুয়েলের চক্রটি মূলত সাধারণ মানুষদের অনলাইনে পুরস্কার দেওয়ার কথা বলে তাদের কাছ থেকে বিকাশ অথবা ব্যাংকের অ্যাকাউন্টের মাধ্যমে টাকা-পয়সা হাতিয়ে নিত। টাকা হাতিয়ে নেওয়ার পরে তারা তাদের ব্যবহৃত মোবাইল সিমটি অন্যত্র ফেলে দিত।

এনএসআইয়ের সূত্র বলছে, স্যামুয়েল দীর্ঘদিন যাবৎ নিজেকে কোকাকোলার বাংলাদেশের রিপ্রেজেন্টেটিভ হিসেবে ও রিচার্ড ফিলিফ নামে পরিচয় দিতেন এবং মানুষদের বলতেন, কোকাকোলা কোম্পানি আপনার নামে পুরস্কার পাঠিয়েছে। পুরস্কার নেওয়ার জন্য আপনাকে নির্দিষ্ট অংকের টাকা ব্যাংকের মাধ্যমে অথবা বিকাশের মাধ্যমে পরিশোধ করতে হবে। তারপরই আপনি আপনার পুরস্কারটি হাতে পাবেন বলে মানুষদের ধোকা দেওয়া হতো। এ ছাড়াও, স্যামুয়েল বিভিন্ন সময় বিভিন্ন পরিচয় দিতেন। তার মাধ্যমে প্রতারণার শিকার হয়ে বহু নিরীহ মানুষ অনেক টাকা-পয়সা হারিয়েছেন। এখনো অন্যান্য চক্র একইভাবে নিরীহ মানুষদের কাছ থেকে টাকা-পয়সা হাতিয়ে নেওয়ার চেষ্টায় লিপ্ত রয়েছে।

স্যামুয়েলকে খিলক্ষেত থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে এনএসআই।

বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করে খিলক্ষেত থানার ডিউটি অফিসার এসআই সাদিকুর রহমান বলেন, ‘ইতোমধ্যে নাইজেরিয়ান নাগরিক স্যামুয়েলেন বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হয়েছে।’

Comments

The Daily Star  | English
Khaleda Zia calls for unity

‘Seize the moment to anchor democracy’

Urging people to remain united, BNP Chairperson Khaleda Zia has said the country must quickly seize the opportunity to institutionalise the democratic system.

6h ago