উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম ব্যবহার করে প্রতারণা, গ্রেপ্তার ১

বিভিন্ন কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম ব্যবহার করে প্রতারণা করা চক্রের প্রধানকে রাজধানীর তেজগাঁও থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল সন্ধ্যায় তাকে তেজগাঁওর পূর্ব নাখালপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ শুক্রবার র্যাব থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তির নাম মো. অলি উল্লাহ (২৭)। তার কাছ থেকে একটি ভুয়া আইডি কার্ড, তিনটি এটিএম কার্ড, দুইটি মোবাইল ও নগদ দুই হাজার ১৮১ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দীর্ঘদিন যাবৎ রাজধানী ঢাকার একটি সংঘবদ্ধ চক্র বিভিন্ন কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম ব্যবহার করে প্রতারণা করে যাচ্ছে। যার একটি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে র্যাবের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় র্যাবের অভিযানিক দল অলি উল্লাহকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি অভিযোগের বিষয়ে স্বীকার করেছে।
গ্রেপ্তার আসামিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তার চক্রটি মূলত বিভিন্ন সনামধন্য কোম্পানির ঊধ্বর্তন কর্মকর্তাদের নাম, ছবি ও তথ্য ব্যবহার করে হুবহু একই রকম ফেক আইডি খুলে তাদের পরিচয় ব্যবহার করে প্রতারণা করে আসছিল। সর্বশেষ তারা একটি মাল্টিন্যাশনাল কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব মার্কেটিংয়ের নামে ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করে কোম্পানিতে চাকরির বিজ্ঞাপন দেয় এবং কোটায় চাকরির ব্যবস্থা করে দেবে বলে মোটা অঙ্কের টাকা নিয়ে ভুক্তভোগীদের কাছে জাল নিয়োগপত্র পাঠায়। এ ছাড়াও, কোম্পানির ডিলারশিপ দেওয়াসহ পণ্য সরবরাহের চটকদার ফেসবুক পোস্ট করে অগ্রিম টাকা নিয়ে তাদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়।
র্যাব আরও জানিয়েছে, গ্রেপ্তার আসামিকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য যাচাই-বাছাই করে তার সহযোগীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে। আর গ্রেপ্তার আসামির বিষয়ে প্রয়োজনীয় আইনাগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
Comments