তলানিতে থাকা চেন্নাই প্লে-অফে নাম লেখাবে যদি...

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এখন পর্যন্ত অংশ নেওয়া প্রতিটি আসরে অন্তত প্লে-অফে খেলেছে চেন্নাই সুপার কিংস।
MS Dhoni & Stephen Fleming

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এখন পর্যন্ত অংশ নেওয়া প্রতিটি আসরে অন্তত প্লে-অফে খেলেছে চেন্নাই সুপার কিংস। কিন্তু ২০২০ সালটা তাদের জন্য যেন চমক নিয়ে অপেক্ষা করছিল! হাতে মাত্র চার ম্যাচ নিয়ে পয়েন্ট তালিকার তলানিতে রয়েছে দলটি। অর্থাৎ প্রথমবারের মতো লিগ পর্ব থেকে বিদায় নেওয়ার শঙ্কায় রয়েছে তারা। তারপরও অনিশ্চয়তা উড়িয়ে মহেন্দ্র সিং ধোনিরা জায়গা করে নিতে পারেন নকআউট পর্বে। তবে তা নির্ভর করছে অনেক যদি-কিন্তুর উপর।

শুক্রবার শারজাহতে আইপিএলের বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে চেন্নাই। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায়। নয় ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তারা আছে পয়েন্ট তালিকায় তিনে। এক ম্যাচ বেশি খেলে মাত্র ৬ পয়েন্ট নিয়ে সবার নিচে চেন্নাই। নেট রান রেটেও বেশ পিছিয়ে তারা (-০.৪৬৩)।

বাকি সব ম্যাচে জয়

প্লে-অফে স্থান পেতে চেন্নাইকে এড়াতে হবে হার। তৈরি করতে হবে জয়ের অভ্যাস। পাশাপাশি পয়েন্ট তালিকার শীর্ষ তিন দলের (দিল্লি ক্যাপিটালস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, মুম্বাই) জয়ের ধারা বজায় রাখার প্রত্যাশাতেও থাকবে তারা। সেক্ষেত্রে হাতে থাকা চার ম্যাচের সবকটিতে জিতলে ধোনিদের পয়েন্ট দাঁড়াবে ১৪। আর নেট রান রেটের মারপ্যাঁচ ছাড়াই তারা পাড়ি দেবে লিগ পর্ব।

নেট রান রেট যখন বিবেচনায়

এমন পরিস্থিতি তৈরি হতে পারে যেখানে চেন্নাইসহ একাধিক দলের পয়েন্ট হতে পারে ১৪। তখন নেট রান রেট হয়ে উঠবে গুরুত্বপূর্ণ। তাই বাকি ম্যাচগুলোতে পূর্ণ পয়েন্ট প্রাপ্তির পাশাপাশি দু-একটিতে বড় ব্যবধানেও জিততে হবে তাদের। কারণ, সানরাইজার্স হায়দরাবাদের (০.০৯২) মতো অন্যান্য দলও নেট রান রেটে অনেক এগিয়ে আছে।

এদিন মুম্বাইয়ের কাছে হারলেই যে চেন্নাই বিদায় নেবে আসর থেকে, তা-ও নয়। ১২ পয়েন্ট নিয়েও তারা যেতে পারে প্লে-অফে। তবে এমন কিছু ঘটার সম্ভাবনা একেবারেই ক্ষীণ। কারণ, আর একটি জয় পেলেই কলকাতা নাইট রাইডার্সের পয়েন্ট হবে ১২। সমান পয়েন্ট অর্জন করতে কিংস ইলেভেন পাঞ্জাব, রাজস্থান রয়্যালস ও হায়দরাবাদের চাই দুটি জয়।

চেন্নাইয়ের প্রতিপক্ষ:

মুম্বাই ইন্ডিয়ান্স (২৩ অক্টোবর)

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (২৫ অক্টোবর)

কলকাতা নাইট রাইডার্স (২৯ অক্টোবর)

কিংস ইলেভেন পাঞ্জাব (১ নভেম্বর)।

Comments

The Daily Star  | English

Floods cause Tk 14,421 crore damage in eastern Bangladesh: CPD study

The study highlighted that the damage represents 1.81 percent of the national budget for fiscal year (FY) 2024-25

2h ago