পাটুরিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় শত শত গাড়ি, দুর্ভোগে যাত্রীরা

পাটুরিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় আছে পণ্যবাহী ট্রাকসহ কয়েক শ ছোট-বড় যানবাহন। ছবি: স্টার

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে ফেরি চলাচল বন্ধ থাকায় এবং পূজার ছুটির কারণে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরি ঘাটে যানবাহনের চাপ। ফলে, পারাপারের অপেক্ষায় আছে পণ্যবাহী ট্রাকসহ কয়েক শ ছোট-বড় যানবাহন। ফলে, চরম দুর্ভোগে পড়েছে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে যাতায়াতকারী দেশের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের ২১ জেলার যাত্রীরা।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক খোন্দকার তানভীর জানান, শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে ফেরি চলাচল বন্ধ থাকায় ওই রুটের গাড়ি পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথ ব্যবহার করছে। ফলে, এ নৌরুটে গাড়ির চাপ বেড়েছে। এছাড়া নদীতে স্রোতের কারণে ফেরি চলাচলে সময়ও বেশি লাগছে। এতে দুই পারেই আটকা পড়েছে পণ্যবাহী ট্রাকসহ সহস্রাধিক যানবাহন। যাত্রীদের ভোগান্তির কথা বিবেচনা করে, বাস ও ছোট গাড়ীগুলো অগ্রাধিকার ভিত্তিতে পার করা হচ্ছে।’

তিনি বলেন, ‘নদীতে নাব্যতা সংকট থাকলেও ফেরি চলাচাল স্বাভাবিক আছে। ছোট-বড় মোট ১৯টি ফেরির মধ্যে ১৮টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।’

বিআইডব্লিউটিসির উপ-মহাব্যবস্থাপক জিল্লুর রহমান বলেন, ‘নাব্যতা সংকট দূর করতে ড্রেজিংয়ের কাজ চলমান থাকায় পাটুরিয়া ঘাট এলাকায় ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। ড্রেজিংয়ের কারণে তিনটি পকেটের একটি পকেট বন্ধ থাকছে। কোনো সময় দুটি পকেট বন্ধ থাকায় একটি পকেট দিয়ে ফেরি লোড-আনলোড হচ্ছে। এতে ঘাটে এসে ফেরি লোড-আনলোডে দ্বিগুণ সময় লাগছে।’

‘ফেরির ট্রিপ সংখ্যাও কম যাওয়ায় গাড়ি পারাপারও কম হচ্ছে। এমতাবস্থায় পাটুরিয়া ঘাটের বাড়তি গাড়ির চাপ সামলাতে কর্তৃপক্ষকে হিমশিম খেতে হচ্ছে,’ যোগ করেন তিনি।

পাটুরিয়া ঘাট এলাকা যানজট মুক্ত রাখতে পাটুরিয়াগামী ট্রাকগুলো উথুলী মোড়ে ঢাকা-আরিচা মহাসড়কের ওপর আটকে রাখা হচ্ছে। ফলে, উথুলী সংযোগ মোড় থেকে আরিচা ঘাট পর্যন্ত পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে পণ্যবাহী ট্রাকের দীর্ঘ লাইন দেখা গেছে।

শিবালয় থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফিরোজ কবির বলেন, ‘পাটুরিয়া ঘাটের ট্রাক টার্মিনাল ভরে গেছে। এ কারণে সাত কিলোমিটার দূরে উথুলী সংযোগ মোড় থেকে পণ্যবাহী ট্রাকগুলো আটকে সড়কের উপর সিরিয়াল করে রাখা হচ্ছে। এখান থেকে পর্যায়ক্রমে ফেরি পারের জন্য ট্রাকগুলোকে ছেড়ে দেওয়া হবে।’

Comments

The Daily Star  | English

More than 290 killed in Air India plane crash: police

It’s the first Dreamliner crash since its 2011 commercial debut, says Aviation Safety Network

8h ago